দেশে আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু হতে পারে আগস্টের আগেই

0
49

মোহনা বিশ্বাস,ওয়েব ডেস্কঃ

করোনায় কাবু গোটা বিশ্ব। করোনার প্রকোপে ত্রস্ত ভারতও। পশ্চিমবঙ্গেও থাবা বসিয়েছে কোভিড-১৯। এ দেশে দ্রুত বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন। লকডাউন শুরুর দিন থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত গণপরিবহন পরিষেবা। বন্ধ হয়েছিল আন্তর্জাতিক বিমান পরিষেবাও।

Air India | newsfront.co
প্রতীকী চিত্র

তবে এবার করোনার মোকাবিলার সঙ্গে সঙ্গে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা শুরু হয়েছে। চলতি বছরের আগস্টের আগেই দেশে আন্তর্জাতিক বিমান পরিষেবা শুরু করার চেষ্টা চালানো হবে বলে জানালেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিং পুরী। উল্লেখ্য, এই মুহূর্তে দেশজুড়ে চলছে চতুর্থ দফার লকডাউন। আর এর মধ্যেই আগামী ২৫ মে থেকে ঘরোয়া বিমান পরিষেবা চালু করা হচ্ছে।

শনিবার এই বিষয়ে হরদীপ সিং পুরী জানান, ”আগস্টের আগে কিছু সংখ্যক আন্তর্জাতিক উড়ান চালু করার চেষ্টা করব। কোন দিন সেটা বলতে পারব না। তবে পরিস্থিতি যদি স্বাভাবিক থাকে তাহলে আগস্টের আগেও আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু করা যেতে পারে”।

আরও পড়ুনঃ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত: রমজান মাস ব্যাপী বৈষ্ণোদেবীতে সেহরি-ইফতার

Hardip Singh | newsfront.co
হরদীপ সিং পুরী, অসামরিক বিমান পরিবহন মন্ত্রী। ছবিঃ এএনআই

অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী আরও জানিয়েছেন, আরোগ্য সেতু অ্যাপে সবুজসংকেত পেলে ল্যান্ড করার পর যাত্রীদের কোয়ারেন্টাইনে থাকতে হবে না। বুধবার কেন্দ্রের তরফে জানানো হয়, আগামী সোমবার থেকে দেশে ঘরোয়া বিমান পরিষেবা চালু করা হবে। এদিকে, করোনা আবহে দেশে বিমান চালুর সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ুর মতো কয়েকটি রাজ্য।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here