অস্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহার, ফের আন্তর্জাতিক উড়ান চালু সৌদি আরবে

0
73

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

নতুন প্রজাতির করোনা সংক্রমণ রুখতে দু’সপ্তাহ ধরে আন্তর্জাতিক উড়ান বন্ধ রেখেছিল সৌদি আরব। সেই অস্থায়ী ভ্রমণ নিষেধাজ্ঞা বাতিল করে, আজ স্থানীয় সময় সকাল ১১টা থেকে সৌদি আরবে আন্তর্জাতিক উড়ান ফের চালু হতে চলেছে।

International flight service | newsfront.co

রবিবার ভোরে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রক এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। আকাশপথের সাথে স্থল ও নৌপথও খুলে দেওয়ার কথা জানিয়েছে তারা। সৌদি প্রেস এজেন্সির বিবৃতি দিয়ে এই সংবাদ জানিয়েছে আরব নিউজ। ডিসেম্বরের মাঝামাঝি করোনার নতুন প্রজাতির সংক্রমণ শুরু হতেই আন্তর্জাতিক উড়ান বন্ধ করে দেয় সৌদি। প্রথমে এক সপ্তাহের জন্য বন্ধ করা হয়,পরে এই নিষেধাজ্ঞা আরও এক সপ্তাহ বাড়ানো হয়।

আরও পড়ুনঃ পেরুতে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল কৃষকরা

তবে ইউকে, দক্ষিণ আফ্রিকা-সহ যেসব দেশে করোনার নতুন প্রজাতি শনাক্ত হয়েছে সেসব দেশ থেকে সৌদিতে আসার পর বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। এছাড়া যেসব সৌদি নাগরিক এসব দেশ থেকে সৌদিতে প্রবেশ করবেন, তাদেরকে বাড়িতে ১৪ দিনের কোয়ারেন্টাইনে পালন করতে হবে।

আরও পড়ুনঃ নাটকীয় মোড় মার্কিন রাজনীতিতে! ১১ জন রিপাবলিকান সিনেটর ট্রাম্পের পক্ষে

ব্রিটেনে প্রথম করোনার নতুন প্রজাতি শনাক্ত হয়। এরপরই তা ফ্রান্স, সুইডেন, স্পেন-সহ ইউরোপের বেশ কয়েকটি দেশ এবং দক্ষিণ আফ্রিকা, জর্ডান, কানাডা ও জাপানেও ধরা পড়েছে।

সৌদি আরব ইতিমধ্যেই করোনার টিকা প্রয়োগ শুরু করেছে। উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের সবার আগে টিকা দেওয়া হচ্ছে। করোনা সংক্রমণ ও মৃত্যু অনেকটাই কমেছে সৌদিতে। সৌদিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ লক্ষ ৬২ হাজার ৯৭৯ জনের, মৃত্যু হয়েছে ৬ হাজার ২৩৯ জনের। করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ লক্ষ ৫৪ হাজার ২৬৩ জন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here