মোহনা বিশ্বাস, কলকাতাঃ
আর মাত্র কিছুদিনের অপেক্ষা। তারপরই শুরু হতে চলেছে ৪৪তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। চলছে প্রস্তুতি। চূড়ান্ত ব্যস্ততায় সাজানো হচ্ছে মেলা প্রাঙ্গণ।
এরই মধ্যে ২২ জানুয়ারি কলকাতার এক অভিজাত হোটেলে হয়ে গেল কলকাতা বইমেলা ২০২০-র দ্বিতীয় সাংবাদিক সম্মেলন। এদিন সাংবাদিকদের সম্মুখে গিল্ড সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায় বলেন, ২৯ জানুয়ারি বিকেল ৪টেয় সেন্ট্রাল পার্কে ০২০।
ঐদিন উদ্বোধক ও প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও এবছর কলকাতা বইমেলার উদ্বোধনী উপস্থিত থাকছেন ভারতে রশিয়ার রাষ্ট্রদূত কুদাসেভ নিকোলায় রিশাটোভিক, রাশিয়া থেকে আসছেন সেদেশের মন্ত্রীর সমতুল পদাধিকার ভ্লাদিমির গ্রিগোরিয়েভ, সাহিত্যিক ইউগেন ভোদোলাাজকিন, বিশিষ্ট প্রাবন্ধিক নৃসিংহপ্রসাদ ভাদুড়ি এবং পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরের মন্ত্রীবর্গ।
আরও পড়ুনঃ নাসিরকে পালটা আক্রমণ অনুপমের, টুইটারে ভিডিও পোস্ট করে ব্যক্তিগত বিষয় তুলে কটাক্ষ
এবছর বইমেলায় থাকবে প্রায় ৬০০টি স্টল ও ২০০টি লিটল ম্যাগাজিন। থাকছে ৯টি তোরণ যার প্রতিটি দিয়ে বইমেলায় প্রবেশ করা ও বেরোনো যাবে। বইমেলার থিম গেট তৈরি হচ্ছে রাশিয়ার বলশয় থিয়েটারের আদলে। এবছর কলকাতা বইমেলায় নবনীতা দেব সেন ও গিরিশ কার্নাড-এর নামে দুটি হল হচ্ছে। মেলায় থাকবে সুভাষ মুখোপাধ্যায়-এর নামে হবে লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন।
এছাড়াও শুভা দত্ত মিডিয়া কর্ণধার ও অদ্রীশ বর্ধন-এর নামে মুক্তমঞ্চ থাকবে মেলায়। এবছর বইমেলায় মানুষের যাতায়াতের সুবিধার্থে পশ্চিমবঙ্গ সরকার থেকে থাকছে অতিরিক্ত বাস পরিষেবা। বিধাননগর পুলিশের সঙ্গে আলোচনা করে প্রতিটি রুটে অটো ভাড়া স্থির করা হয়েছে। প্রতিবছরের মতো এবছরও গাড়ির পার্কিং-এর জন্য আলাদা জায়গা থাকছে। এবছর বাড়তি পাওনা হিসাবে থাকছে সাইকেল স্ট্যান্ডও।
আরও পড়ুনঃ বিশ্ব গণতন্ত্র সূচকে অবনতি ভারতের, দশ ধাপ পিছিয়ে ৫১ নম্বরে দাঁড়িয়ে দেশ
২০২০-র কলকাতা বইমেলাকে পরিবেশবান্ধব বইমেলা করে তোলার জন্য এগিয়ে এসেছেন পশ্চিমবঙ্গ সরকারের নগরোন্নয়ন দপ্তর। মেলায় মেডিকেল সহায়তা কেন্দ্র এবং অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদান করছে হেলথ্ পার্টনার পিয়ায়লেস হসপিটেক্স হসপিটাল ও রিসার্চ সেন্টার লিমিটেড। এবারেও মেলায় সিইএসসি-র সহায়তায় থাকছে বইমেলা অ্যান্ড্রয়েড অ্যাপ।
বইমেলার ওয়েবসাইট এবং অ্যাপে থাকবে মেলা সংক্রান্ত যাবতীয় তথ্য। এবছর আন্তর্জাতিক কলকাতা বইমেলায় সরাসরি ও যৌথভাবে অংশগ্রহণ করছে ২০টি দেশ। বাংলাদেশ প্যাভিলিয়নে আসছেন প্রায় ৪০জন সেদেশের প্রকাশক।
আরও পড়ুনঃ পুরভোটে ব্যালট ফেরাতে নির্বাচন কমিশনের কাছে আর্জি তৃণমূলের
প্রতিবছরের মতো এবারেও বইমেলায় বিশিষ্ট ব্যক্তিদের জন্য থাকবে সিইএসসি সেন্টার। উদ্বোধন মঞ্চ থেকেই নৃসিংহপ্রসাদ ভাদুড়ি-কে ২০২০-র সিইএসসি সাহিত্য সম্মান প্রদান করা হবে। বরিষ্ঠ মানুষদের প্রতি সম্মান দেখিয়ে এবছর বইমেলা থেকে বেশকিছু অর্থমূল্যের বই প্রদান করা হবে বৃদ্ধাশ্রমে।
২৯শে জানুয়ারি থেকে ৯ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ২০২০-র আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইমেলার অন্যতম আকর্ষণ কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল হবে ৬ থেকে ৮ই ফেব্রুয়ারি পর্যন্ত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584