২১ শে ফেব্রুয়ারি পালন মুর্শিদাবাদে

0
209

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

একুশের চেতনা সংস্কৃতি মঞ্চের পরিচালনায় আজ ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হল সর্বত্র। ১৯৫২ সালের আজকের এই দিনে ওপার বাংলায় তৎকালীন পূর্ব পাকিস্তানে জোর করে মাতৃভাষা হিসেবে উর্দুকে চাপিয়ে দেওয়ার প্রতিবাদে এবং বাংলা ভাষাকে মাতৃভাষা হিসেবে সম্মান দেওয়ার জন্য ওপার বাংলার রাজপথে আন্দোলনের সৃষ্টি হয়।

21feb rally | newsfront.co
নিজস্ব চিত্র

আন্দোলনে শহীদ হয় অগনিত বাঙালি। সংগঠনের পরিচালনায় ও বিভিন্ন স্কুল, কোচিং সেন্টারের ছাত্রছাত্রীরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রভাত ফেরীতে যোগদান করে।

Murshidabad 21feb | newsfront.co
নিজস্ব চিত্র

আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভগবানগোলা ব্লক ২ সমষ্টি উন্নয়ন আধিকারিক মোহাম্মদ ওয়াসিফ খান, ব্লকের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গরা। সকালবেলায় নসিবপুর হাইস্কুল মোড়থেকে শুরু হয়ে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক কার্যালয়ের সামনে এই প্রভাত ফেরী শেষ হয়।

আরও পড়ুনঃ বিধানসভা ভোট ঘোষণার আগেই পশ্চিম মেদিনীপুর জেলায় পৌঁছাল কেন্দ্রীয় বাহিনী

Tribute to Soldiers | newsfront.co
নিজস্ব চিত্র

প্রভাত ফেরী শেষে ভাষা শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। সংগঠনের সম্পাদক মোহাম্মদ নুহিরউদ্দিন বলেন, “মাতৃভাষা বাংলা ভাষা আমাদের গর্ব, আর সেই গর্ব রক্ষার জন্যই ওপার বাংলায় আজকের দিনেই আন্দোলন শুরু হয়েছিল। আমরা এই দিনটিকে যথাযথ মর্যাদায় পালন করার জন্য এই প্রভাতফেরী ও শহীদ বেদীতে পুষ্প দিয়ে শ্রদ্ধা নিবেদন করলাম।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here