হিলি সীমান্তে পালিত হল মাতৃভাষা দিবস

0
248

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ

বাংলা ভাষা রক্ষার তাগিদে ১৯৫২ সালে আত্ম বলিদান দেন বাংলাদেশের কয়েকশো আন্দোলনকারী। তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার উর্দুকে রাষ্ট্রভাষা স্বীকৃতি দিলেও বাংলা ভাষাকে স্বীকৃতি দেয়নি।

World mother language day | newsfront.co
নিজস্ব চিত্র

আর সেই বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষার স্বীকৃতির দাবিতে আন্দোলন গড়ে ওঠে তৎকালীন পূর্ব পাকিস্তান জুড়ে। আর সেই আন্দোলনের উপর আজকের দিনে খান সেনারা নির্মম গুলি চালায় আর সেই গুলিতে প্রাণ হারান কয়েকশো আন্দোলনকারী। তারপর থেকেই আজকের দিনটি পালিত হয় মাতৃভাষা শহীদ দিবস হিসেবে।

Hili border security force | newsfront.co
নিজস্ব চিত্র

ইতিমধ্যে রাষ্ট্রসঙ্ঘ্য আজকের দিন অর্থাৎ একুশে ফেব্রুয়ারিকে মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। আর সেই থেকেই সারা বিশ্বজুড়ে পালন করা হয় মাতৃভাষা দিবস হিসেবে। প্রতি বছর আজকের দিনে দক্ষিণ দিনাজপুর জেলার ভারত-বাংলাদেশ সীমান্ত হিলি সীমান্তে মহাসমারোহে পালন করা হয় মাতৃভাষা দিবস।

আরও পড়ুনঃ আলিপুরদুয়ার সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে মাতৃভাষা দিবস পালন

Hili border | newsfront.co
নিজস্ব চিত্র

আজ হিলি সীমান্তের ভারত বাংলাদেশ চেক পয়েন্টে পূর্ণ মর্যাদায় পালিত হল ভাষা শহীদ দিবস। হিলি তুরা করিডর কমিটির পক্ষ থেকে আজ এই ভাষা শহীদ দিবস পালন করা হয়। এই ভাষা দিবস উপলক্ষে সীমান্তের এইপারে উপস্থিত ছিলেন জয়েন্ট মুভমেন্ট কমিটির আহ্বায়ক নবকুমার দাস, বালুরঘাট পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান হরিপদ সাহা, বঙ্গরত্ন প্রাপ্ত সমাজসেবী অমূল্য রতন বিশ্বাস সহ অন্যান্যরা।

আরও পড়ুনঃ ২১ শে ফেব্রুয়ারি পালন মুর্শিদাবাদে

পাশাপাশি সীমান্তের ওপারে বাংলাদেশের তরফে উপস্থিত ছিলেন মেয়র জামিল হোসেন চলন্ত, মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, হাকিমপুর প্রেস ক্লাবের প্রেসিডেন্ট মুক্তা ফিজুর মিলন, হাকিমপুর উপজেলা পরিষদের সভাপতি হারুন উল রশিদ, হাকিমপুর পুরসভার ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন সহ অন্যান্যরা। যদিও করোনার ছায়ায় এই বছর এই উৎসব অনেকটাই ম্লান। এই বছর সীমান্তের দুই ধারে দাঁড়িয়ে দুই ধারের জনগণ ভাষা শহীদদের স্মরণ করলেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here