দিনহাটায় আন্তর্জাতিক রাজবংশী সাংস্কৃতিক অনুষ্ঠান

0
260

অমৃতা চন্দ, কোচবিহারঃ

দুই দিনব্যাপী আন্তর্জাতিক রাজবংশী সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হলো দিনহাটায়। মনীষী পঞ্চানন বর্মার জন্ম জয়ন্তী উপলক্ষ্যে গত দুই বছর ধরে পঞ্চানন অনুগামী মঞ্চের উদ্যোগে শনিবার দিনহাটা সংহতি ময়দানে দুই দিনব্যাপী রাজবংশী সাংস্কৃতিক অনুষ্ঠান শুরুর আগে বর্ণাঢ্য শোভাযাত্রা ছাড়াও চন্ডী নৃত্য আয়োজিত হলে রাস্তার দু ধারে দাঁড়িয়ে মানুষ তা উপভোগ করে। পঞ্চানন অনুগামী মঞ্চের উদ্যোগে শনিবার দিনহাটা শহরের সংহতি ময়দানে দুই দিনব্যাপী এই সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে উদ্বোধন করেন রাজ্য সরকারের অনগ্রসর শ্রেনী কল্যান দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন।

শোভাযাত্রা। নিজস্ব চিত্র

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বন উন্নয়ন নিগমের চেয়ারম্যান দিনহাটা পুরসভার বিধায়ক উদয়ন গুহ, রাজবংশী ভাষা অ্যাকাডেমীর চেয়ারম্যান বংশীবদন বর্মণ, কোচবিহারের প্রাক্তন সাংসদ প্রাক্তন সাংসদ পার্থ প্রতীম রায়, আয়োজক সংস্থার সভাপতি বিবেকানন্দ রায় সিংহ, শুকারুর কুঠি গ্রাম পঞ্চায়েত প্রধান বিষ্ণু সরকার, প্রাক্তন প্রধান শিক্ষক মহেশ চন্দ্র বর্মন , আইনজীবী জাকারিয়া হোসেন , অধ্যাপক দেবাশিস মন্ডল প্রমুখ । উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সহ অন্যান্যরা রাজবংশীদের উন্নয়নে রাজবংশী ভাষা অ্যাকাডেমী সহ বিভিন্ন দিক নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকার কথা তুলে ধরেন।

নিজস্ব চিত্র

দুই দিনব্যাপী এই অনুষ্ঠানের শুরুতে সংহতি ময়দান থেকে চন্ডী নৃত্য সহ শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। রাজবংশী পরম্পরা মেনে এদিন এই চন্ডী নৃত্য শহরের বিভিন্ন পথ পরিক্রমা ছাড়াও মাঠের এক কোণে মাসান পূজার সূচনা করেন প্রাক্তন সাংসদ পার্থ প্রতিম রায়। প্রথম দিন প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। এছাড়াও মনীষী পঞ্চানন বর্মাকে নিয়ে জাতীয় পর্যায়ের আলোচনা সভা অনুষ্ঠিত হবে দ্বিতীয় দিন। অনুষ্ঠানে বাংলাদেশ, নেপাল ছাড়াও আসাম, বিহার, মেঘালয় থেকে শিল্পীরা অংশগ্রহণ করে বলেও উদ্যোক্তাদের পক্ষে পরিমল কুমার রায়, অশোক রায়, মহাদেব বর্মন প্রমুখ জানান। দুই দিন ব্যাপী এই অনুষ্ঠান উদ্বোধনের পর রাজবংশী সংস্কৃতি, কৃষ্টি, কালচার তুলে ধরা ছাড়াও শুরু হয় নানা অনুষ্ঠান। উদ্যোক্তারা জানান গত দুই বছর ধরে রাজবংশী সংস্কৃতির বিকাশ, চর্চা ও সংরক্ষনকে আরও প্রচারের লক্ষ্যে দিনহাটায় আন্তর্জাতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বাংলাদেশ থেকেও শিল্পীরা অংশ নেয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here