মনিরুল হক, কোচবিহারঃ
দুদিন ব্যাপী চতুর্থ আন্তর্জাতিক রাজবংশী ফিল্ম ফেস্টিভ্যালের আনুষ্ঠানিক সূচনা হল কোচবিহারে। আজ কোচবিহার উৎসব অডিটোরিয়ামে ওই ফিল্ম ফেস্টিভ্যালের সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।
এদিন উত্তরবঙ্গ ছাড়াও প্রতিবেশী রাজ্য অসম, বাংলাদেশ ও নেপাল থেকে রাজবংশী সিনেমার নির্মাতা, অভিনেতা অভিনেত্রীরা এসেছেন।উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজবংশী ভাষা ও সংস্কৃতির উন্নয়নে কাজ করে চলেছেন।
এখানে ভাষা একাডেমী হয়েছে, রাজবংশী উন্নয়ন বোর্ড হয়েছে। ২০০ প্রাথমিক স্কুলের অনুমোদন হয়েছে, যেখানে রাজবংশী ভাষায় পঠন পাঠন করানো হবে। আরও বহু কাজ মুখ্যমন্ত্রী করেছেন। আমিও আজ রাজবংশী ফিল্ম ফেস্টিভ্যালের এই সূচনা অনুষ্ঠানে থাকতে পেরে গর্বিত মনে করছি।”
আরও পড়ুনঃ প্রতীক্ষার অবসান, ময়নাগুড়ি পুরসভার নোটিফিকেশন জারি
আন্তর্জাতিক রাজবংশী ফিল্ম ফেস্টিভ্যালের সম্পাদক রতন বর্মা বলেন, “উত্তরবঙ্গের প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক সম্পদ রয়েছে, সেগুলো নিয়ে স্থানীয় কলাকুশলীদের মাধ্যমে সিনেমা তৈরির পাশাপাশি এখানকার ভাষা ও সংস্কৃতির উন্নয়নের জন্যই আমাদের এই চলচ্চিত্র উৎসব।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584