নিজস্ব সংবাদদাতা, কোচবিহারঃ
আন্তর্জাতিক আবৃত্তি উৎসব অনুষ্ঠিত হলো দিনহাটায়।আন্তর্জাতিক আবৃতি উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ থেকে আগত বাচিক শিল্পী পারভেজ চৌধুরী।
দিনহাটার নৃপেন্দ্র নারায়ন স্মৃতি সদনে আবৃত্তি পরিষদের অধ্যক্ষ তথা উত্তরের বিশিষ্ঠ বাচিক শিল্পী শিলাদিত্য রায়ের তত্ত্বাবধানে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় রবিবার। আন্তর্জাতিক এই আবৃত্তি উৎসবকে ঘিরে দিনহাটার আবৃত্তি প্রেমীদের মধ্যে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায়।
প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ঢাকার বিশিষ্ট বাচিক শিল্পী পারভেজ চৌধুরী। উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনার শচিন রায় চৌধুরী, আসামের সঞ্জয় সরকার, হাওড়ার রুম্পা দে, শিলিগুড়ির অমিতাভও চৌধুরী, সমাজকর্মী অজয় রায় সহ আরো অনেকে। এদিন অনুষ্ঠানের উদ্বোধনের পর কোচবিহারের বিভিন্ন প্রান্ত থেকে আসা ছাত্র-ছাত্রীরা আবৃত্তি মঞ্চস্থ করেন।
আরও পড়ুনঃ তাঁতিগেড়িয়ায় দুঃস্থদের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পারভেজ চৌধুরী বলেন,”কোন কিছুর জন্য পাগল না হলে কোন কাজ সম্পন্ন হয় না সেইরকমই একজন পাগল শিলাদিত্য রায় যার জন্য কোচবিহার জেলা জুড়ে আবৃত্তি ফলে ফুলে প্রস্ফুটিত হয়ে রয়েছে।”
এদিন সকাল থেকে শুরু হওয়া আন্তর্জাতিক এই আবৃত্তি অনুষ্ঠান চলে বেশ কয়েক ঘণ্টা ধরে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584