উমার ফারুক,নিউজ ফ্রন্ট,মালদা,১০অক্টোবর:
মালদা জেলার কালিয়াচক কলেজে আন্তর্জাতিক স্তরের আলোচনাচক্র এর আয়োজন করা হয়েছে।আগামী ১০ও১১ই নভেম্বর ২০১৭,শুক্রবারও শনিবার দুই দিন ব্যাপী সেমিনার অনুষ্ঠিত হবে।সেমিনারের বিষয় ‘মোরাল ভ্যালু এন্ড ইথিকস ইন সোসাইটি’ অর্থাৎ ‘সমাজ জীবনে মূল্যবোধ ও নৈতিকতা’।এই বিষয় অবলম্বনে সমাজ জীবনের প্রতি ক্ষেত্রে শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা, রাজনীতি, সমাজনীতি,অর্থনীতি,রাষ্ট্রনীতি প্রভৃতি সর্ব ক্ষেত্র নিয়ে দেশ বিদেশের অধ্যাপক ও গবেষক গণ তাঁদের মূল্যবান গবেষণা পত্র পেশ করবেন।শিক্ষা ও প্রযুক্তির কল্যাণে আজ সভ্যতা উন্নতির চরম শিখরে কিন্তু মানুষ আজ নৈতিক অবক্ষয় এর শিকার।সেই প্রেক্ষাপটে মূল্যবোধ ও নৈতিকতা বিষয়ক এই সেমিনার মানুষকে নতুন পথের দিশা দেখাবে বলেই বুদ্ধিজীবী মহলের মত।
কলেজের অধ্যক্ষ ড.নজিবর রহমান জানান-১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হওয়া এই কলেজে সর্ব প্রথম আন্তর্জাতিক স্তরের আলোচনাচক্র অনুষ্ঠিত হতে যাচ্ছে।এই আলোচনাচক্র এর জন্য বিশ্ব বিদ্যালয়, মহাবিদ্যালয়ের অধ্যাপক ও গবেষক গণ তাঁদের গবেষণা পত্র জমা দিতে শুরু করেছেন ।তিনি আরও জানান আগ্রহী বিদ্যালয় শিক্ষক-শিক্ষিকা,ছাত্র-ছাত্রীরা ও অংশ গ্রহণ করতে পারেন।বাংলা,ইংরেজি উভয় ভাষাতেই গবেষণা পত্র পাঠ করার ব্যবস্থা করা হয়েছে।গবেষণা পত্রের সার সারসংক্ষেপ জমা দেওয়ার তারিখ ২০ অক্টোবর২০১৭,এবং পূর্ণ গবেষণা পত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩১শে অক্টোবর২০১৭ এর মধ্যে নির্ধারণ করা হয়েছে।ইমেইল এর মাধ্যমে গবেষণা পত্র পাঠানো যাবে।ইমেইল-principalkaliachakcollege@gmail.com
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584