বিদ‍্যাসাগর বিষয়ক দুদিনের আন্তর্জাতিক সেমিনার

0
338

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

international seminar on vidyasagar | newsfront.co
নিজস্ব চিত্র

বিদ‍্যাসাগরের নামাঙ্কিত পশ্চিম মেদিনীপুরের বিদ‍্যাসাগর বিশ্ববিদ্যালয়ে চলছে বিদ‍্যাসাগর বিষয়ক দু-দিনের আন্তর্জাতিক সেমিনার।
বিদ্যাসাগরের দ্বি-জন্মশতবর্ষ পদার্পণে এখনও কয়েক মাস বাকি।তার আগেই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বাংলা ও হিন্দি বিভাগের যৌথ উদ্যোগে এখন থেকেই শুরু হয়ে গেল বিদ্যাসাগরের দ্বি- জন্মশতবর্ষের প্রাকলগ্নে দুই দিনের আন্তর্জাতিক স্তরের আলোচনা সভার।
বিশ্ববিদ্যালয় বাংলা ও হিন্দি বিভাগের যৌথ উদ্যোগে একটি দ্বি-দিবসীয় আন্তর্জাতিক আলোচনাচক্রের শুরু হলো মঙ্গলবার।

international seminar on vidyasagar | newsfront.co
নিজস্ব চিত্র

“জন্ম দ্বিশতবার্ষিকী স্মরণ : সমাজ সংস্কারক,সাহিত্য স্রষ্টা এবং নবজাগরণের অগ্রদূত বিদ্যাসাগর ” এই শিরোনামে আলোচনা সভা মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বীরেন্দ্রনাথ শাসমল ভবনে শুরু হয়েছে। আলোচনাচক্রের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বিদ‍্যাসাগর জন্ম দ্বি-শতবার্ষিকী উদযাপন কমিটির প্রধান আহ্বায়ক ড: শিবাজিপ্রতিম বসু।

চারাগাছে জল ঢেলে এদিনের আলোচনা সভার সূচনা হয়।এদিনের আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তথা সাহিত্যিক, অধ্যাপক পবিত্র সরকার সরকার, বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহফুজুর রহমান আখন্দ, বাংলাদেশের বিশিষ্ট লেখক আলমগীর কবির হৃদয়, বাংলাদেশের ইসলামিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তপন রায়, ভারত সরকারের সিনিয়র সায়েন্টিস্ট অধ‍্যাপক কাঞ্চন কুমার ভৌমিক,হিন্দি বিভাগের বিভাগীয় প্রধান তথা কলা ও বাণিজ্য বিভাগের ডীন দামোদর মিশ্র প্রমুখ। আজ বুধবার আলোচনা সভায় বক্তব্য রাখবেন অধ্যাপক অমিতাভ দাস, অধ্যাপক শ্রুতিনাথ চক্রবর্তী, অধ্যাপক লায়েক আলি খানের মতো বিশিষ্টজনেরা।

international seminar on vidyasagar | newsfront.co
নিজস্ব চিত্র

পবিত্র সরকার তাঁর বক্তব্যে বলেন,বিদ‍্যাসাগর এবং তাঁর চিন্তাধারা আজও সমান প্রাসঙ্গিক।আলোচনাচক্রের যুগ্ম সম্পাদক তথা বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক বাণীরঞ্জন দে বলেন,”বিদ্যাসাগরের মাটিতে তার নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়ের একজন কর্মী হিসেবে আমি গর্ববোধ করি।বাংলাদেশের অধ‍্যাপক মাহফুজুর রহমান আখন্দ তাঁর বক্তব্যে বলেন “বিদ্যাসাগর মহাশয় এপার বাংলা ওপার বাংলার মধ্যে সেতুবন্ধন রচনা করেছেন। তিনি একদিকে ব্রিটিশদের বিরুদ্ধে চূড়ান্ত লড়াই করেছেন,আরেকদিকে সব বাঙালির জাগরণের ক্ষেত্রে সচেষ্ট থেকেছেন।”

আরও পড়ুনঃ ঝাড়গ্রামে পঞ্চায়েত দফতরে বায়োমেট্রিক হাজিরা চালু

বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক -অধ্যাপিকা ও ছাত্র-ছাত্রী মিলিয়ে প্রায় চার শতাধিক প্রতিনিধি এই আলোচনার সভায় অংশগ্রহণ করেছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here