রঙ্গিলা খাতুন, মুর্শিদাবাদঃ
আদিবাসীদের অধিকার, ঐতিহ্য ও সংস্কৃতিকে সুরক্ষা প্রদানের উদ্দেশ্যে ৯ আগস্ট দিনটি আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসাবে পালন করার জন্য উদ্যোগ নেয় জাতিসঙ্ঘ। বিশ্বের অন্যান্য দেশের মতো আজ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে আন্তর্জাতিক আদিবাসী দিবস।
মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত জীবন্তির উগ্র-বেলতলাডাঙ্গা গ্রামে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মঙ্গলবার সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আদিবাসী দিবস পালিত হয় এবং আদিবাসীদের বস্ত্র বিতরণ করা হয়। তাছাড়া আদিবাসীদের সাংস্কৃতিক ধারাকে গান বাজানা এবং নৃত্যের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আদিবাসীদের কয়েকটি দলকে স্মারক দিয়ে বিশেষ ভাবে সম্মানিত করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কান্দি বিধানসভার বিধায়ক অপূর্ব সরকার, কান্দির পৌরপিতা জয়দেব ঘটক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584