আন্তর্জাতিক নারী সপ্তাহের সমাপ্ত অনুষ্ঠান পালিত হলো বালুছায়া মঞ্চে

0
38

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগ ও ব্যবস্থাপনায় শনিবার আন্তর্জাতিক নারী সপ্তাহের সমাপ্ত অনুষ্ঠান মহাসমারোহে পালিত হলো বালুরঘাট বালুছায়া মঞ্চে।

International women's week | newsfront.co
নারী দিবস সপ্তাহ উপলক্ষ্যে পদযাত্রা। নিজস্ব চিত্র

গত ৮ ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসের দিন থেকে সারা সপ্তাহ জুড়ে জেলার নানান প্রান্তে নারী দিবস উপলক্ষ্যে নানা অনুষ্ঠান হয়েছে । জাতিসংঘ এ বছর নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারন করেছে, ‘আমি প্রজন্মের সমতা: নারী অধিকারের প্রতি সচেতনতা’।

procession | newsfront.co
পদযাত্রায় মহিলারা। নিজস্ব চিত্র

১৮৫৭ সালের ৮ মার্চ মজুরি-বৈষম্য, কর্মঘণ্টা নির্ধারন এবং কর্মক্ষেত্রে বৈরী পরিবেশের প্রতিবাদ করেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সুতা কারখানার একদল শ্রমজীবি নারী। এতে ক্ষিপ্ত হয়ে তাঁদের ওপর দমন-পীড়ন চালায় মালিকপক্ষ।

womens day | newsfront.co
নিজস্ব চিত্র

নানা ঘটনার পর ১৯০৮ সালে জার্মান সমাজতান্ত্রিক নেত্রী ও রাজনীতিবিদ ক্লারা জেটকিনের নেতৃত্বে প্রথম নারী সম্মেলন করা হয়। এরই ধারাবাহিকতায় ১৯৭৫ সাল থেকে জাতিসংঘ দিনটি নারী দিবস হিসেবে পালন করা হয়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিত্বদের কথায় উঠে আসে – প্রতিদিনই নারীর প্রতি নির্যাতন, হয়রানি সহ নানা ধরনের নেতিবাচক খবর আসে।

আরও পড়ুনঃ নেতাজি ইন্ডোরে “খেলসম্মান” পুরস্কারে ভূষিত হলেন রানীগঞ্জের ‘রাজা’

বিশ্বজুড়ে নারীর অগ্রগতি ও মর্যাদা অর্জনের লক্ষ্যে অনেক পথ পাড়ি দেওয়া এখনও বাকি। রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা- নির্বিশেষে মানুষ হিসেবে নারীর মর্যাদা প্রতিষ্ঠার দাবি তাই সর্বজনীন। নারীর প্রতি সব ধরনের বৈষম্য ও অন্যায়-অবিচারের অবসান ঘটিয়ে বিশ্ব গড়ার প্রত্যয় নিয়ে নারীদের এগিয়ে চলা আরও বেগবান হবে। এটাই নারী দিবসের প্রত্যাশা।

আন্তর্জাতিক নারী দিবসের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের ডিস্ট্রিক্ট জার্জ মাননীয়া চন্দ্রানী মুখার্জী ব্যানার্জী, দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সম্পাদক মাননীয়া কুসুমিকা দে মিত্র, বালুরঘাট জেলা আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোমনাথ কুণ্ড।

এছাড়াও ছিলেন জেলা আদালতের চন্দন মৈত্র, জেলা আদালতের বড়বাবু মনোজ চক্রবর্তী, বিশিষ্ট আইনজীবী শান্তনু দে, মিন্টু দাস সহ আরও অনেকে। অনুষ্ঠান শুরুর পূর্বে একটা পদযাত্রা আদালত চত্তর থেকে বের হয়ে, শহর পরিক্রমা করে এসে বালুছায়ায় পৌঁছায় ।

এরপর নালসা’র থিম সঙ ‘এক মুঠ্ঠি আসমা’ ও শান্তনু দের উদ্বোধনী সংগীতের মাধ্যমে শুরু হয় এদিনের অনুষ্ঠান। এরপর অর্পিতা ঘোষের নেতৃত্বে শ্রেষ্ঠা নৃত্য অ্যাকাডেমি পরিবেশন করেন মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান ।

বালুরঘাট জেলা গার্লস হাইস্কুল, বালুরঘাট আরসিডি বালিকা বিদ্যালয় এবং বালুরঘাট জেএলপি উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন ।

এছাড়াও জেলার সমস্ত আইনি পার্শ্বসেবকগণ সহ আদালতের কর্মীরা উপস্থিত ছিলেন আজকের অনুষ্ঠানে । মাননীয়া সম্পাদক কুসুমিকা দে মিত্র সব শেষে ভোট অফ থ্যাঙ্কস জানান এবং সকলে মিলে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শেষ হয় এই মহতী অনুষ্ঠান ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here