সুদীপ পাল,বর্ধমানঃ
বই আছে কিন্তু পাঠক নেই। ফাঁকা পড়ে থাকে রিডিং রুম। এই পরিস্থিতি এবার পরিবর্তন করতে উদ্যোগী হল বর্তমান রাজ্য সরকার।পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় ৬৬টি লাইব্রেরিতে চালু হচ্ছে ইন্টারনেট পরিষেবা।দুই বর্ধমান জেলায় মোট ২০৯টি লাইব্রেরি রয়েছে।এরমধ্যে কম্পিউটার থাকা ৬৬টি লাইব্রেরিতে ইন্টারনেট পরিষেবা যুক্ত করা হবে। তাছাড়া আজ অর্থাৎ ১ মার্চ থেকে বিনামূল্যে লাইব্রেরির সদস্যপদ দেওয়া হবে।কিন্তু এতে করে কি লাইব্রেরির গ্রাহক সংখ্যা বাড়ানো যাবে?
এক্ষেত্রে বলা হচ্ছে ইন্টারনেট পরিষেবা চালু হওয়ায় বিনামূল্যে লাইব্রেরীতে বসে চাকরির পরীক্ষার অনলাইনে আবেদনপত্র পূরণ কিংবা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া যাবে।এর জন্য কোন রকম অর্থিক ফি নেওয়া হবে না।
আরও পড়ুনঃ প্রধান শিক্ষককে পা ধরতে বাধ্য করল ম্যানেজিং কমিটির সম্পাদক,প্রতিবাদে ক্লাস বয়কট পড়ুয়াদের
বিনামূল্যে যদি এই পরিষেবা দেওয়া যায় তাহলে যাঁরা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা যাঁদের তা নেওয়ার মানসিকতা আছে এই সমস্ত যুবক যুবতীরা ভিড় জমাবেন লাইব্রেরীতে।অন্যদিকে নতুন গ্রাহক হতে গেলে বার্ষিক আর্থিক ফি সহ আরও কিছু ফি দিতে হতো।এখন থেকে তা নেওয়া হবে না ফলে।ফলে মানুষ গ্রন্থাগারমুখী হবেন এ কথা নিশ্চিত ভাবে বলা যায়।
বর্ধমানে তিনটি জেলা লাইব্রেরি,২১টি টাউন লাইব্রেরিতে এই মুহূর্তে ইন্টারনেট পরিষেবা রয়েছে। আরও ৪২টি লাইব্রেরিকে ইন্টারনেট পরিষেবার আওতায় আনা হচ্ছে। এত পরিষেবা দিয়েও মানুষ গ্রন্থাগারমুখী হয় কিনা সেটাই এখন দেখার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584