দত্তপুকুরে সংঘর্ষের ঘটনায় বন্ধ ইন্টারনেট, জারি ১৪৪ ধারা

0
127

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

এক দোকানদারের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয় উত্তর ২৪ পরগনার দত্তপুকুর এলাকায়। পরিস্থিতি এতই চরম হয়ে ওঠে যে এই কাণ্ডকে ঘিরে গোষ্ঠী সংঘর্ষ শুরু হয়। এর জেরে দত্তপুকুর, আমডাঙ্গা ও দেগঙ্গা এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। এমনকী বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবাও।

internet service ban in duttapakur | newsfront.co
প্রতীকী চিত্র। চিত্র সৌজন্যঃ পিটিআই

জানা গিয়েছে, হাটখোলা এলাকায় মেলা চলছিল। মেলার এক দোকানদার, নরসিংহপুরের বাসিন্দা আসাদুল ইসলাম এক মহিলা ক্রেতার সঙ্গে অশালীন আচরণ করায় ক্লাবের ছেলেদের সাথে তাঁর বিরোধ বাধে। এরপরই স্থানীয় ক্লাবঘর থেকে আসাদুলের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়, যা ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আরও পড়ুনঃ ট্রাম্পের নির্দেশে নিহত ইরানের শীর্ষ জেনারল কাসেম সোলেইমানি

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেহ উদ্ধারের পরপরই আসাদুলের পরিবারের সদস্যরা মেলার বেশ কয়েকটি দোকানে ভাঙচুর চালায়, বাইকে আগুন ধরিয়ে দেয়। মঙ্গলবার সন্ধ্যায়, বেশ কিছুক্ষণ স্থানীয় রাস্তাও অবরোধ করা হয়।

মঙ্গলবার এই ঘটনা ঘটার পরেই অগ্নিময় হয়ে ওঠে এলাকার পরিবেশ। গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়, চলে বোমাবাজিও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বাহিনীকে ঘটনাস্থলে পৌঁছাতে হয়।

আরও পড়ুনঃ সাত সকালে প্রকাশ্যে খুন মাদারিহাটে

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ‘বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকছে।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here