ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ
এবার ইন্টারপোলের পক্ষ থেকে রেড কর্নার নোটিশ জারি হলো ব্যাংক প্রতারণা মামলায় অভিযুক্ত হিরে ব্যবসায়ী নিরব মোদির ভাই নেহাল দীপক মোদির বিরুদ্ধে।
নেহাল দীপকের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির একাধিক প্রমাণ মিলেছে ইন্টারপোলের হাতে। একই সাথে এলাহাবাদ ব্যাংক প্রতারণা মামলায় অভিযুক্ত ভাই নীরব মোদী যখন ভারত ছেড়ে ব্রিটেনে গা-ঢাকা দেন তখন এই কাজে ভাইকে প্রত্যক্ষ মদদ এবং একাধিক ভাবে সহায়তা করার জন্য তার বিরুদ্ধে অভিযোগ আছে ।
Interpol has issued notice against Nirav Modi’s brother Nehal Deepak Modi in a money laundering case. pic.twitter.com/cUy3nEynxL
— ANI (@ANI) September 13, 2019
উল্লেখ্য দীপক মোদির বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি হওয়ার দরুন পৃথিবীর ১৯২ টি দেশের যেকোন স্থানে তাকে দেখা গেলে গ্রেফতারের নির্দেশ রয়েছে ।
আরও পড়ুনঃ এনআরসি বিরোধিতায় সুজন
একই সাথে অভিযোগ, নিরব মোদী বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরে নীরব ঘনিষ্ঠ একাধিকের সাথে যোগাযোগ রাখেন নেহাল দীপক মোদী। এই যোগাযোগের সময় বিপুল অংকের বেনামী আর্থিক লেনদেনের প্রমাণ পান ইডি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584