আনিসুর রহমান,১৫নভেম্বর:
মাদ্রাসা সার্ভিস কমিশন(WBMSC) অবশেষে রাজ্যের সরকারি অনুমোদিত ও অনুদান প্রাপ্ত মাদ্রাসায় শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউ শুরু করছে আগামী ১৮ই নভেম্বর থেকে।এই বিষয়ে কমিশন আজ এক বিজ্ঞপ্তি প্রকাশ করে, যার মেমো নম্বর-MSC/01/2017।এই বিজ্ঞপ্তি অনুযায়ী কমিশনের 6th SLST(TET &H/PG) উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে।
কমিশন ইতিমধ্যেই সফল প্রার্থীদের ডাক যোগে চিঠি প্রেরণ করেছে,প্রার্থীদের কাছে সেই চিঠি পৌঁছোতে শুরু করেছে গেছে বলে জানা গেছে।এছাড়াও কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ও প্রার্থীরা নিজেদের ১০ডিজিটের রেজিস্ট্রেশন নম্বর দিয়ে কল লেটার ডাউনলোড করতে পারবেন আজ রাত ১০টা থেকে।
প্রসঙ্গত উল্লেখ্য, 6th SLST এর লিখিত পরীক্ষা হয় ২০১৪সালে।কমিশন ফল প্রকাশ করে দীর্ঘ দুই বছর পরে ২০১৬সালের ৫ই সেপ্টেম্বর।ইন্টারভিউ হতে যাচ্ছে এক বছরেরও অধিক কাল পরে।আইনি জটিলতাই এই বিলম্বের হেতু বলে জানা গেছে।মেদিনীপুরের কাঁথি রহমানিয়া মাদ্রাসার পরিচালন সমিতির মামলা করার ফলেই এই জটিলতা তৈরি হয়েছে বলে ওয়াকিবহাল মহলের ধারনা।
সংখ্যালঘু অধিকার রক্ষার নামে তারা পরিচালন সমিতির মাধ্যমে শিক্ষক নিয়োগ করতে চায়।কিন্তু তারা মোটা অংকের টাকার বিনিময়ে অযোগ্য শিক্ষক অবৈধভাবে নিয়োগ করেছে বলে অভিযোগ।সংবাদ মাধ্যমে কমিটির দুর্নীতি ও স্বজনপোশনের খবর ইতিমধ্যে প্রকাশিত হয়েছে।তার পরেই নড়েচড়ে বসেছে রাজ্য সরকার।কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ৪২জন অবৈধ শিক্ষককে চাকুরি থেকে বহিষ্কার করে ডাইরেক্টর অফ মাদ্রাসা এডুকেশন(ডিএমই)।রাজ্য সরকারের এই পদক্ষেপকে সাধুবাদ জানান শুভবুদ্ধিসম্পন্ন মানুষ।
কমিশনের বিজ্ঞপ্তি প্রকাশ হতেই স্বভাবতই উচ্ছসিত সফল চাকুরি প্রার্থীরা।নাম প্রকাশে অনিচ্ছুক এক ইন্টারভিউয়ে ডাক পাওয়া এক হবু শিক্ষক জানান, “আমাদের জন্য এটা খুবই আনন্দের সংবাদ।তবে ফোরামের অক্লান্ত পরিশ্রমের ফলেই আজ ইন্টারভিউ হতে যাচ্ছে।কেউ আমাদের দুঃখ দুর্দশার কথা ভাবেনি,একমাত্র ফোরাম আমাদের পাশে দাঁড়িয়েছে।”
রাজ্যের শিক্ষাবিদগণের মতেও রাজ্যের মৃতপ্রায় মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় প্রাণ সঞ্চার করেছে বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম।
প্রসঙ্গত হাই কোর্ট কমিশনকে অবৈধ ঘোষণা করলে,ফোরাম এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করে যার জেরে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেয় হাই কোর্টের রায়ের উপর।ফোরাম দীর্ঘদিন ধরেই মাদ্রাসা সার্ভিস কমিশন বাঁচানোর জন্য আইনি লড়াই চালিয়ে যাচ্ছে।এছাড়াও ফোরাম লাগাতার গণতান্ত্রিক পদ্ধতিতে কখনো রানি রাসমণিতে সভা তো কখনো বিকাশ ভবন অভিযান বা কলকাতা অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে বুদ্ধিজীবী সমাবেশ করেছে।এই প্রসঙ্গে ফোরাম সভাপতি ইসরারুল হক মন্ডল জানান-“আমাদের আইনের প্রতি আস্থা আছে, আমাদের লড়াই দুর্নীতি ও স্বজন পোষণ এর বিরুদ্ধে।আমাদের দাবি মাদ্রাসায় স্বচ্ছ ও মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ করতে হবে।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগ করতে চান।কিন্তু কিছু সরকারি আমলা ও সুযোগ সন্ধানী সংখ্যালঘু নেতাদের অশুভ আঁতাতের সঙ্গে জড়িত মাদ্রাসা পরিচালন সমিতি।যারা মাদ্রাসায় শিক্ষক নিয়োগে জটিলতা তৈরি করছে। কমিশন ইন্টারভিউ এর জন্য বিজ্ঞপ্তি জারি করেছে তা আটকানোর জন্য রহমানিয়া মাদ্রাসা কমিটি সুপ্রিম কোর্টের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে।এই অশুভ শক্তির বিরুদ্ধে সরকার কে কড়া ব্যবস্থা গ্রহণ করতে হবে।যাতে ইন্টারভিউ নির্বিঘ্নে হয় এবং নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হয়।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584