ঠান্ডা পানীয়তে মাদক, সর্বস্ব খোয়ালেন বাসযাত্রী

0
50

পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ

ঠান্ডা পানীয়তে মাদক মিশিয়ে বেহুঁশ করে এক বাস যাত্রীর কাছ থেকে সর্বস্ব হাতিয়ে চম্পট দিল এক দুষ্কৃতী। মাদক খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন ওই যাত্রী। অসুস্থ যাত্রীকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

intoxicating In cold drinks snatching everything | newsfront.co
হাসপাতালে চিকিৎসাধীন সর্বস্ব খোয়ানো যাত্রী সঞ্জয় পাল। নিজস্ব চিত্র

উত্তর দিনাজপুর জেলার করনদিঘি থানার আলতাপুরের বাসিন্দা সঞ্জয় পাল শাঁখা বিক্রি করতে তুফানগঞ্জে গিয়েছিলেন। সেখান থেকে তিনি কোচবিহারে এসে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার গাড়িতে আলতাপুরের উদ্দেশ্যে রওনা হন। পাশের সিটে বসেছিলেন এক ব্যাক্তি। দুইজনের মধ্যে পরিচয় হওয়ায় সুসম্পর্ক গড়ে ওঠে। মালদার বাসিন্দা বলে তাকে বিভিন্ন ধরনের খাওয়ার জন্য অনুরোধ করেন। সঞ্জয়বাবু তার কোন অনুরোধ রাখেননি। বাস ছাড়ার পর তাকে ঠান্ডা পানীয় খাওয়ার অনুরোধ করলে সেই অনুরোধ ফেলতে পারেননি সঞ্জয়বাবু। ঠান্ডা পানীয় খেয়েই সে সজ্ঞাহীন হয়ে পড়লে তার কাছ নগদ ৮৫ হাজার টাকা এবং একটি মোবাইল হ্যান্ডসেট নিয়ে সুযোগ বুঝে বাস থেকে নেমে পড়েন ওই যাত্রী। বাস কনড্যাক্টর বিষয়টি অনুমান করে শিলিগুড়ির ঘোষপুকুর থানায় অভিযোগ করেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন। সজ্ঞাহীন অবস্থায় তাকে রায়গঞ্জে নিয়ে আসেন। রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে পৌঁছলে কিছুটা জ্ঞান ফিরে পান সঞ্জয়বাবু।

আরও পড়ুনঃ পুজোর আগে ব্যস্ততা তুঙ্গে ঢাকি পাড়ায়

বাস কন্ডাক্টরকে টেলিফোন নম্বর দিলে তিনি পরিবারকে খবর দেন। বাস চালক তাকে রায়গঞ্জ গভঃ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন।আপাতত বিপদ মুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here