মনিরুল হক, কোচবিহারঃ
বিএসএফ চক্রান্ত করে বিভিন্ন অটোচালকদের বেআইনি গাঁজা আফিমের কেস দিয়ে মিথ্যা মামলায় হয়রানি বন্ধ সহ একাধিক দাবিতে মহকুমা শাসককে ডেপুটেশন দিল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি অটোচালক ইউনিয়ন।
বৃহস্পতিবার মাথাভাঙ্গা মহকুমা শাসককে ডেপুটেশন দেন ওই সংগঠনের সদস্যরা। আজকের এই কর্মসূচিতে প্রচুর অটোচালকদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
আরও পড়ুনঃ মুজিবুর রহমানের শততম জন্মদিবস উপলক্ষে সাইকেল র্যালি ভারত বাংলাদেশ সীমান্তে
এদিন ওই সংগঠনের পক্ষে আলীজার রহমান বলেন, অবিলম্বে পঞ্চানন মোড় থেকে শীতলকুচি পর্যন্ত বেহাল রাস্তা সম্প্রসারণ করতে হবে, বেলতলা থেকে আদাবাড়ি ঘাট পর্যন্ত বিকল্প রোড তৈরি করতে হবে, সম্প্রসারণের জন্য ধরলা নদীর হাসানের ঘাটে অবিলম্বে সেতু নির্মাণ করতে হবে, পুকি আঁকা হাজরাহাট থেকে মাথাভাঙ্গা পর্যন্ত এবং নয়ারহাট ইচ্ছাগঞ্জ মাথাভাঙ্গা পর্যন্ত রাস্তা সংস্কার এবং বিএসএফ চক্রান্ত করে বিভিন্ন অটোচালকদের বেআইনি গাঁজা আফিমের কেস দিয়ে মিথ্যা মামলায় হয়রানি বন্ধ করার দাবিতে আজকের এই প্রতিবাদ কর্মসূচি।
তিনি আরও বলেন, “যদি আমাদের দাবিগুলো যথাসময়ে পূরণ না হয় তাহলে আগামী দিনে সংগঠনের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584