নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
আইএনটিইউসি, সিটু সহ বাম শ্রমিক সংগঠনগুলি যৌথভাবে বুধবার ৭ দফার দাবিতে ফালাকাটা বিডিওকে স্মারক লিপি তুলে দিল। এদিন সামাজিক দূরত্ব বিধি মেনেই এই কর্মসূচি পালন করা হয়।

তাদের দাবি:- ১) আটকে পড়া শ্রমিকদের অবিলম্বে ত্রাণ ও নিরাপদে ঘরে পৌছানোর ব্যাবস্থা করতে হবে।২) সকলের জন্য খাদ্য সংস্থান করতে হবে। ৩) সর্বজনীন রেশন ব্যাবস্থা চালু করতে হবে। ৪)লক ডাউন সময়ে সকলের মজুরি নিশ্চিত করতে হবে। ৫) অসংগঠিত ক্ষেত্রে সমস্ত শ্রমিকদের ( নিবন্ধিকৃত, অনিবন্ধিকৃত, স্বনিযুক্তি নির্বিশেষে) জন্য আর্থিক সহায়তা পৌঁছে দিতে হবে। ৬) কেন্দ্রীয় সরকারি এবং কেন্দ্রীয় সরকার অধিগৃহীত রাষ্ট্রয়ত্ত সংস্থাগুলির কর্মীদের ডি.এ বন্ধ করার সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। পেনশন ভোগীদের ডি.এ বন্ধ করার সিদ্ধান্তও প্রত্যাহার করতে হবে। ৭) শুন্যপদ বিলুপ্তির সিদ্ধান্তও প্রত্যাহার করতে হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584