সুদীপ পাল,বর্ধমানঃ
বিয়ের প্রস্তাব দিয়েছিল পাড়ারই এক যুবক। সেই প্রস্তাবে গৃহবধূ রাজি হয়নি। সেজন্যই গৃহবধূকে কুপিয়ে মারার অভিযোগ উঠল পাড়ার যুবকের বিরুদ্ধে। দুর্গাপুরের বিধাননগরের হাউজিং কলোনির ঘটনা।অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানায়।
জানা যায়, বাবা অসুস্থ হওয়ায় সম্প্রতি বাপের বাড়িতে ছিলেন ওই বধূ। সকাল ছ’টা নাগাদ কলিং বেল শুনে পরিচারিকা এসেছে ভেবে বধূ দরজা খোলেন। কিন্তু দরজা খুলতেই রঞ্জিত হামলা চালায় বলে অভিযোগ। বধূর চিৎকারে তাঁর বাবা-মা এলে তাঁদের হাতেও ছুরির কোপ লাগে। চিৎকার শুনে এগিয়ে আসেন পড়শীরা। এর পরেই চম্পট দেন রঞ্জিত। রক্তাক্ত বধূ এবং তাঁর বাবা-মাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পরে বাবা মাকে ছেড়ে দেয়া হলেও বধূকে ভর্তি নেওয়া হয় এবং পরে সেখান থেকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করানো হয়েছে।
মহিলার স্বামী জানান, ২০১৫ সালে তাঁদের বিয়ে হয়েছে। ২০১৩ সালে রঞ্জিত বিয়ের প্রস্তাব দিয়েছিলেন বধূকে। তিনি না মানায় কর্মস্থলে গিয়ে সেই সময় চিৎকার-চেঁচামেচিও করেছিল রঞ্জিত। বিয়ের পরে ফোন করে সংসার ছেড়ে আসার প্রস্তাব তাঁকে প্রায়ই দিত রঞ্জিত বলে অভিযোগ বধূর।
এরপরেও নিষেধ করায় সে নিষেধ যুবক মানে নি বরং ক্রমাগত তাঁকে উত্ত্যক্ত করে গেছে।
আরও পড়ুনঃ ভোররাতে জাতীয় সড়কে পথদুর্ঘটনায় মৃত ১,আহত ৫
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান হওয়ায় হামলা চালিয়েছে রঞ্জিত। সেই প্রস্তাব প্রত্যাখ্যানের এতদিন পরে কেন এই ঘটনা ঘটলো সে দিকটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যায়। ধৃতকে জেরা করে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584