নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। বৃষ্টিতে জলমগ্ন আলিপুরদুয়ারও।বৃষ্টি চলছেই আলিপুরদুয়ারে। বুধবারও জলমগ্ন বিভিন্ন এলাকা। আলিপুরদুয়ার পুরসভার অধিকাংশ ওয়ার্ডে জল জমে গেছে। শহরের বিভিন্ন জায়গায় জল জমে যাওয়ায় পুর নাগরিকদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। শহরের নিচু এলাকা গুলোতে শতাধিক মানুষ উচু বাধ এবং অন্যান্য উচু জায়গায় আশ্রয় নিয়েছে।
প্রবল বৃষ্টিতে আলিপুরদুয়ারের কালজানি নদীতে জারি হয়েছে হলুদ সতর্কতা। এছাড়া কুমারগ্রামের রায়ডাক, সংকোশ এবং হাসিমারার তোর্ষা নদীর জল বেড়েছে। আলিপুরদুয়ার শহরের বেশ কয়েকটি ওয়ার্ড জলমগ্ন। আলিপুরদুয়ার পুরসভার আনন্দ নগর (ওয়ার্ড-৫), সুভাষপল্লি (ওয়ার্ড-১৫) এবং শহর সংলগ্ন শোভাগঞ্জ দ্বীপচর এলাকার অনেকাংশই প্রায় এক কোমর জলের তলায়। শোভাগঞ্জ এলাকার শান্তিদেবি হাইস্কুল জলমগ্ন। মনোজিত নাগ বাস টার্মিনাসে প্রায় এক হাঁটু জল থাকায় টার্মিনাসে যাত্রীর সংখ্যা কম।
আরও পড়ুনঃ তারের ফেন্সিং বাঁকিয়ে সদ্য রোপণ করা চারাগাছ চুরি
পুরসভাসূত্রে খবর, শহরের জমা জল বের করার জন্য দ্বীপচর এলাকায় প্রায় তিনটি পাম্প বসানো হয়েছে।
সকালে উঠে মানুষের কাজে বের হওয়ার সময় ব্যাপক হয়রানির মুখে পড়েন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584