জল থৈথৈ আলিপুরদুয়ার, টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন

0
69

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

flood in alipurduar | newsfront.co
নিজস্ব চিত্র

টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। বৃষ্টিতে জলমগ্ন আলিপুরদুয়ারও।বৃষ্টি চলছেই আলিপুরদুয়ারে। বুধবারও জলমগ্ন বিভিন্ন এলাকা। আলিপুরদুয়ার পুরসভার অধিকাংশ ওয়ার্ডে জল জমে গেছে। শহরের বিভিন্ন জায়গায় জল জমে যাওয়ায় পুর নাগরিকদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। শহরের নিচু এলাকা গুলোতে শতাধিক মানুষ উচু বাধ এবং অন্যান্য উচু জায়গায় আশ্রয় নিয়েছে।

flood in alipurduar | newsfront.co
জলমগ্ন স্কুলের প্রবেশপথ। নিজস্ব চিত্র

প্রবল বৃষ্টিতে আলিপুরদুয়ারের কালজানি নদীতে জারি হয়েছে হলুদ সতর্কতা। এছাড়া কুমারগ্রামের রায়ডাক, সংকোশ এবং হাসিমারার তোর্ষা নদীর জল বেড়েছে। আলিপুরদুয়ার শহরের বেশ কয়েকটি ওয়ার্ড জলমগ্ন। আলিপুরদুয়ার পুরসভার আনন্দ নগর (ওয়ার্ড-৫), সুভাষপল্লি (ওয়ার্ড-১৫) এবং শহর সংলগ্ন শোভাগঞ্জ দ্বীপচর এলাকার অনেকাংশই প্রায় এক কোমর জলের তলায়। শোভাগঞ্জ এলাকার শান্তিদেবি হাইস্কুল জলমগ্ন। মনোজিত নাগ বাস টার্মিনাসে প্রায় এক হাঁটু জল থাকায় টার্মিনাসে যাত্রীর সংখ্যা কম।

flood in alipurduar | newsfront.co
জলমুক্ত করতে পাম্প। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ তারের ফেন্সিং বাঁকিয়ে সদ‍্য রোপণ করা চারাগাছ চুরি

flood in alipurduar | newsfront.co
বিপর্যস্ত জনজীবন।নিজস্ব চিত্র

পুরসভাসূত্রে খবর, শহরের জমা জল বের করার জন্য দ্বীপচর এলাকায় প্রায় তিনটি পাম্প বসানো হয়েছে।

সকালে উঠে মানুষের কাজে বের হওয়ার সময় ব্যাপক হয়রানির মুখে পড়েন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here