কোচবিহার মেডিক্যালে অগ্নিকান্ডের ঘটনায় তদন্ত কমিটির বৈঠক

0
43

মনিরুল হক,কোচবিহারঃ

কোচবিহার সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মাতৃমা বিভাগের অগ্নিকান্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটি শুক্রবার জরুরী বৈঠকে বসেন কোচবিহার জেলা শাসকের করণে।মোট ১১ জন সদস্য রয়েছেন এই কমিটিতে।

তদন্ত কমিটির বৈঠক।নিজস্ব চিত্র

আগামী সোমবারের মধ্যেই এই কমিটি একটি খসড়া রিপোর্ট হাতে পাবেন বলে মনে করছেন জেলা প্রশাসন।এদিন পৌরসভা, দমকল,বিদ্যুৎ,পূর্ত,হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিনিধিদের নিয়ে জরুরী বৈঠক হয়।

কোচবিহারের অতিরিক্ত জেলাশাসক জ্যোতির্ময় তাঁতি জানিয়েছেন,“আমাদের মূল উদ্দেশ্য আগুন লাগার কারন অনুসন্ধান করা। ঠিক কি কারনে গতকালের এই দুঃখজনক ঘটনা ঘটল তা বিশ্লেষণ করে দেখে তার কারন খোঁজা এবং কারোর কোনও রকম ত্রুটি থাকলে বিষয়টিও সংশোধন করাও আমাদের লক্ষ্য।’’

বৃহস্পতিবার সাতসকালেই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।এই ঘটনায় আতঙ্ক ছড়ায় গোটা শহরজুড়ে। কোচবিহার সরকারী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মাতৃমা বিভাগে এই অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়ে ছুটে যায় প্রশাসনিক কর্তা থেকে রাজনৈতিক নেতারা এবং সাধারন মানুষ।

আরও পড়ুনঃ কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতালে মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার হাবে বিধ্বংসী আগুন!

কড়া নিরাপত্তার বেষ্টনীতে থাকা রাজ্য সরকারের তৈরি এই নতুন বিভাগে সকলের অলক্ষ্যে কি করে অগ্নিকান্ডের ঘটনা ঘটল এই নিয়ে উঠছে প্রশ্ন।বৃহস্পতিবারই ঘটনার অনুসন্ধানে তদন্ত কমিটি ঘোষণা করেন কোচবিহারের জেলা শাসক কৌশিক সাহা।

এদিকে শুক্রবার মাতৃমার অগ্নিকান্ডে ঘটনায় উদ্বিগ্ন রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ঘটনাস্থল পরিদর্শন করেন।কোচবিহার সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এমএসভিপি রাজীব প্রসাদ সাথে নিয়ে তিনি মাতৃমা পরিদর্শন করে বলেন স্বাস্থ্য কর্মী ও সাধারন মানুষের প্রচেষ্টায় বড় রকমের দুর্ঘটনার হাত থেকে রেহাই পাওয়া গেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here