ভারতীয় ফুটবলের উন্নতি হচ্ছে আইএসএলের অর্থের জন্য, বলছেন ফেডারেশন সচিব

0
71

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

ভারতীয় ফুটবল কতটা উন্নতি সেটা নিয়ে যতই প্রশ্ন থাকুক না কেন যদি অর্থ রোজগার উপায় হয় তাহলে আইএসএল ভারতীয় ফুটবলের উন্নতি করছে ফেডারেশন কর্তাদের হাবেভাবে অন্তত তেমনই মনে হচ্ছে। এখন কোটি কোটি অর্থ ঢালা হচ্ছে ফুটবলে। এমনই দাবি করলেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সচিব কুশল দাস। এর বেশিরভাগ কৃতিত্বই তিনি দিয়েছেন আইএসএলকে।

Kushal das | newsfront.co
কুশল দাস। ফাইল চিত্র

সংবাদ সংস্থাকে সাক্ষাৎকারে কুশল বলেছেন, “২০১০ থেকে ভারতীয় ফুটবলে বিনিয়োগ দশ গুণ বেড়ে গিয়েছে। পরিকাঠামো, সংবাদমাধ্যমের সমর্থন এবং সম্প্রচার, সবদিক থেকে এগিয়ে গিয়েছে ভারত। ফুটবল বিশ্বব্যপী খেলা। ভারতের জনসংখ্যা এবং বিশ্বায়নের কথা মাথায় রেখে, আগামিদিনে ফুটবল আরও জনপ্রিয় হয়ে উঠবে। এফএসডিএল থেকে যে টাকা পাচ্ছি সেটা কাজে লাগাছি ফুটবলাররা অর্থ পাচ্ছে এর থেকে ভালো কিছু হতে পারে না।”

Nita Ambani | newsfront.co
নীতা আম্বানি। ফাইল চিত্র

শুধু পুরুষদের ফুটবল নয়, ফেডারেশন সচিব মহিলা ফুটবল নিয়ে কিন্তু আশার বাণী শোনালেন তিনি বলেছেন, “আমরা মহিলাদের ফুটবলকেও অনেকটা এগিয়ে নিয়ে যেতে চাই। মহিলাদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ এবং এএফসি এশিয়ান কাপ মহিলাদের ফুটবলের উন্নতি অনেকটাই এগিয়ে দেবে।

আরও পড়ুনঃ গোয়ার বিরুদ্ধে দুটো ম্যাচই জেতা উচিত ছিল বলছেন ফাউলার

এছাড়া আমাদের বেবি লিগ আছে ভারতীয় ফুটবল যত দিন যাচ্ছে অগ্রগতির দিকে এগোচ্ছে। ফেডারেশন বারবার আইএসএলের মাধ্যমে ভারতীয় ফুটবলের উন্নতির কথা বললেও প্রাক্তন ফুটবলাররা বারবার ফেডারেশন কর্তাদের সমালোচনা করে বলেছেন যে ভারতীয় ফুটবল বিক্রি হয়ে গিয়েছে আম্বানির কাছে কোনো উন্নতিই হয়নি ভারতীয় ফুটবলে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here