স্বেচ্ছায় রক্তদান শিবির জলঙ্গীতে

0
38

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

১৪ নভেম্বর মুর্শিদাবাদের জলঙ্গী পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনের উদ্যোগে, স্বেচ্ছায় রক্ত দান শিবিরের আয়োজন করা হল জলঙ্গী পঞ্চায়েত সমিতির কমিউনিটি হল-এ।

blood donation camp in jalangi | newsfront.co
চলছে রক্তদান। নিজস্ব চিত্র

জলঙ্গী ব্লক বিডিও সাহেব আজার জিয়া সাহেব, ডাঃ অমর ঘোষ( BMOH), ব্লক সভাপতি শুক্লা সরকার থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সকল সদস্য ও সদস্যা এবং ব্লক প্রশাসনের সকল প্রতিনিধিদের উপস্থিতিতে আয়োজন করা হল এই রক্ত দান শিবির।

blood donation camp in jalangi | newsfront.co
রক্তদানের পর। নিজস্ব চিত্র

বিডিও সাহেব নিজেও রক্ত দান করলেন এবং সমাজে রক্ত দানের বার্তা পৌঁছে দেওয়ার কথা জানালেন। প্রায় ৩০০ জন আজ রক্ত দান করবে বলে জানিয়েছেন বিডিও সাহেব।

আরও পড়ুনঃ দুর্গাচক থানার উদ্যোগে রক্তদান শিবির

এ দিন রক্তদান শিবিরে জলঙ্গী ব্লকের আধিকারিকগণ রক্ত দেন, ও সকল পঞ্চায়েতের প্রধান-সহ মেম্বার, পঞ্চায়েত কর্মীরাও রক্ত দান করেছেন। জলঙ্গী থানার পক্ষ থেকে অনেক পুলিশ ও সিভিকরা এ দিন এই শিবিরে রক্ত দিয়েছেন। এই উদ্যোগে সকলেই খুব খুশি হয়েছেন।

ডাক্তার অমর ঘোষ জানান যে, আমার একটা বড় টার্গেট ছিল আজ সেটা সফল হল। ব্লকের সব থেকে বড় রক্ত দান শিবির আজ অনুষ্ঠিত হল।

এই শিবিরে যারা সাহায্য করেছেন তাদের কে ধন্যবাদ জানাই। মূলত যারা রক্ত দান করে সাহায্য করেছেন, তাদেরকে আমার অশেষ ধন্যবাদ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here