বহরমপুরে আঠেরো তম ইনভাইটেশন মাস্টার্স এথলেটিক মিট

0
82

অর্ধেন্দু বিশ্বাস,মুর্শিদাবাদঃ
কারো বয়স ষাট আবার কারো কারো সত্তর পেরিয়ে গেছে। ভাবছেন তারা কী এমন করছেন!তারা,১০০মিটার,২০০মিটার,৮০০মিটার,১৫০০মিটার দৌরাচ্ছেন লাফাচ্ছেন,ডিস,জ্যাভলিন ছুঁরছেন যেন তরতাজা কিশোর।

মেডেল ও সার্টিফিকেট হাতে বিজয়ী। নিজস্ব চিত্র

ব্যারাক স্কয়ার ময়দানে মহাসমারোহে অনুষ্ঠিত হয়ে গেল ইনভাইটেশন অ্যাথেলেটিক মিট ২০১৮ মুর্শিদাবাদ মাস্টার্স অ্যাথেলেটিক অ্যাসোসিয়েশনের পরিচালনায়। এই প্রতিযোগিতায় অংশগ্রহন করেন মালদা,মুর্শিদাবাদ,হাওড়া,দক্ষিন ২৪ পরগনা,নদীয়ার প্রায় একশো জন ৪০ থেকে ৮০ বছর বয়সের পুরুষ ও মহিলা।

প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান দখলকারী মহিলা খেলোয়াড়। নিজস্ব চিত্র

অনুষ্ঠানের সূচনায় মুর্শিদাবাদের জেলাশাসক শ্রী পি. উলুগুলান স্বয়ং উপস্থিত থেকে প্রতিযোগী-প্রতিযোগিনীদের উৎসাহ প্রদান করেন ও আশ্বাস দেন যে এই প্রতিযোগিতাকে আরো বৃহৎ আকারে আগামীতে অনুষ্ঠিত হবে।অংশগ্রহনকারীদের মতে সুস্থ ভারত গড়তে খেলাধূলার জুরি নেই।

পুরুষ প্রতিযোগী। নিজস্ব চিত্র

আর এইক্ষেত্রে বয়সের কোন লক্ষণরেখা বাধা হয়ে জাতির মান্নোয়নের পথ রুদ্ধ করতে পারে না। তাদের আশা একবিংশের যুবসমাজ তাদের দেখে অনুপ্রাণিত হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here