করোনার ভয়ে টোকিওতে যৌনতা ও পার্টি নিষিদ্ধ

0
95

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

টোকিও অলিম্পিকে গেমস ভিলেজে থাকা অ্যাথলিটদের যৌনতা বা পার্টি করা যাবে না। এমন নিয়মের কথা জানিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)।

olympic | newsfront.co

যা মেনে চলতে হবে অংশগ্রহণকারীদের। সেখানেই কড়া ভাবে বলে দেওয়া হয়েছে, অ্যাথলিটদের শারীরিক সংসর্গ করা যাবে না কোনও ভাবেই। অতীতে রিপোর্টে জানা গিয়েছিল, লন্ডন অলিম্পিকে অংশগ্রহণকারীদের ৭০-৭৫ শতাংশ যৌনতায় লিপ্ত হন। খেলোয়াড়দের সুরক্ষার জন্য তাই আইওসি রিয়ো অলিম্পিকে সাড়ে চার লক্ষ কন্ডোম কিনেছিল। যা গেমস ভিলেজে খেলোয়াড়দের বিতরণ করা হয়েছিল খেলোয়াড়দের মধ্যে।

olympic | newsfront.co

টোকিওতে এবার এরকম ব্যাপার যাতে না ঘটে তার জন্য খেলোয়াড়দের সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হচ্ছে। বলা হয়েছে, কোনও রকমের যৌন সংযোগ তো দূরের কথা। করমর্দন এবং আলিঙ্গনও বন্ধ থাকবে। টোকিও শহরে ঘুরে বেড়ানো কিংবা কেনাকাটাও করা যাবে না। দেশ ছাড়ার ১৪ দিন আগেই রোজ শরীরের উপর নজর রেখে তার পরিস্থিতি কী রকম তা বিশেষ অ্যাপের মাধ্যমে জানাতে হবে।

আরও পড়ুনঃ কুলদীপকে চেন্নাই টেস্টে না দেখে অবাক ভন ও কাইফ

টোকিওর যাওয়ার পরে কাদের সান্নিধ্যে আসতে হবে, তার তালিকাও বানিয়ে ওই অ্যাপে লিখিত ভাবে জানাতে হবে। দেশ ছাড়ার আগে করোনা পরীক্ষা করাতে হবে। টোকিয়োতে পৌঁছনোর পরে আর এক দফা করোনা পরীক্ষা হবে। অ্যাথলিটদের তার পরে প্রতি চার দিন অন্তর করোনা পরীক্ষা হবে। যাঁরা করোনা পরীক্ষায় পজিটিভ হবেন, তাঁদের সরকারি অনুমোগিত সুবিধা-সহ নিভৃতবাসে রাখা হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here