নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
মার্চ মাসের শেষে ভারতে জমজমাট পরিবেশে হওয়ার কথা ছিল ১৩তম আইপিএল। কিন্তু করোনার কারণে পিছিয়ে সেটা শুরু হবে ১৯ সেপ্টেম্বর, আরব আমিরশাহিতে ফাঁকা স্টেডিয়ামে। তবে কিংস ইলেভেন পাঞ্জাব মালিক নেস ওয়াদিয়া বলছেন এবার আইপিএল দেখবে সব চেয়ে বেশি মানুষ।
তিনি বলেন,’মাঠে ও মাঠের বাইরে কড়া সেফটি প্রোটোকল রাখতে হবে। তবেই আইপিএল সফল হবে। এটাতে কোনও সমঝোতা করা চলবে না। আমি চাইব যত বেশি সম্ভব টেস্ট করা হোক প্রতিদিন। বায়ো-সিকিউর রাখার ব্যাপারটা গুরুত্ব সহকারে ভাবতে হবে।
কিন্তু আট দলের প্রতিযোগিতায় তা কীভাবে প্রয়োগ করা হবে জানি না। আমরা বোর্ডের নির্দেশের অপেক্ষায় রয়েছি। এর আগেও আমরা আমিরশাহিতে আইপিএল করেছি। আর ইপিএলের মতো ফুটবল লিগগুলো দেখে আমরা কীভাবে কোভিডের সময় খেলা আয়োজন করা যায় তার সম্পর্কে প্রচুর জ্ঞান অর্জন করেছি।
আরও পড়ুনঃ কোহলিদের অস্ট্রেলিয়া সফরে নির্বিঘ্ন করতে আইপিএল সূচি এগিয়ে আনছে বোর্ড
এবারের আইপিএল যদি সবচেয়ে বেশি মানুষ না দেখেন তবে আমি অবাক হব। আমি কিন্তু শুধু ভারতের কথা বলছি না। বিশ্ব জুড়ে দেখার কথা বলছি। ফলে স্পনসরদের প্রচুর লাভ হবে। আগের সংস্করণগুলোর চেয়ে এবার অনেক বেশি মানুষ আইপিএল দেখবেন।’এছাড়া আইপিএল করার জন্য বোর্ডকে ধন্যবাদ জানান পাঞ্জাব মালিক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584