নেইমারের গোল ফ্রান্সের সেরা হলেও পিএসজির চিন্তা এমব্যাপের চোট

0
58

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

চার মাসের লকডাউন থাকায় মাঠে ছিলেন না। কিন্তু মাঠে নেমে পিএসজি দেখিয়ে দিল যে বাঘ বাঘ-ই থাকে। লড়াই করা ভোলে না। নেইমারের একটি মাত্র গোলেসেন্ট এতিয়েনকে ১-০ গোলে হারিয়ে কোপা ডি ফ্রান্স জিতলো পিএসজি। লীগ ওয়ান আগেই জিতেছিলো, এবার ফ্রেঞ্চ কাপ জিতে নিলোপ্যারিসিয়েনরা খেলার শুরুতেই ১৪ মিনিটের মাথায় এমবাপে-নেইমার ম্যাজিকে এগিয়ে যায় তারা।

Winning match | newsfront.co
সংবাদ চিত্র

এমবাপের করা শট এতিয়েন গোলরক্ষক মউলিন ঠেকিয়ে দিলে, তা গিয়ে পৌঁছায় নেইমারের পায়ে। আর ব্রাজিলিয়ান তারকা কোনো ভুল করেনি। তবে এই ম্যাচে ফ্রেঞ্চ কাপ জিতলেও চিন্তা বেড়েছে প্যারিসিয়েনদের শিবিরে। ম্যাচের ৩১ মিনিটে এতিয়েন ডিফেন্ডার লইক পেরিন ফাউল করে বসেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপেকে। লইক পেরিনকে লাল কার্ড দেখান রেফারি।

winners | newsfront.co
সংবাদ চিত্র

আরও পড়ুনঃ প্রসূনকে শেয়ার ছাড়ার জন্য নরম হলেন ইস্টবেঙ্গল কর্তারা

পিএসজির শিবিরে দুঃসংবাদ বয়ে এনেছে কিলিয়ান এমব্যাপের চোটম্যাচের প্রথমার্ধেই চোট পেয়ে মাঠ ছাড়াতে বাধ্য হন এই ফরাসি তারকা। তাঁর চোট বেশ গুরুতর বলেই মনে করা হচ্ছে। করোনা সংকটের মধ্যে এটাই ছিল ফ্রান্সে প্রথম কোনও প্রতিযোগিতামূলক ফুটবল ম্যাচ।

খেলা শুরুর আগে খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো। পিএসজির ভেন্যুটিতে ৮০ হাজার দর্শক ধারণ ক্ষমতার গ্যালারি থাকলেও স্বাস্থ্যবিধি মেনে ম্যাচটি মাঠে বসে দেখতে অনুমতি দেওয়া হয় ৫ হাজার সমর্থককে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here