IPL2022: এবারের আইপিএলের আসর মাঠে গড়াবে আগামী ২৬ শে মার্চ

0
85

শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ

সম্প্রচারকারী সংস্থা স্টারের দাবি মেনে নিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের মাঠে খেলা মাঠে গড়াবে ২৬ মার্চ। বৃহস্পতিবার আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার ভারতের মাটিতে বসতে যাচ্ছে এবারের আইপিএল আসর। খেলা হবে চারটি মাঠে। ওয়াংখেড়েতে হবে ২০টি ম্যাচ, ব্রেবোর্নে হবে ১৫টি ম্যাচ, ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে হবে ২০টি ম্যাচ এবং পুনের এমসিএ স্টেডিয়ামে হবে ১৫টি ম্যাচ। এবার মোট ১০টি দল শিরোপার জন্য লড়বে।

IPL2022 final date

আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল বলেন, ‘২৬ মার্চ থেকে শুরু হবে আইপিএল। কিছু দিনের মধ্যেই পুরো সূচি জানিয়ে দেওয়া হবে। এই বছর মাঠে দর্শকও থাকবে। ২৫ অথবা ৫০ শতাংশ দর্শক মাঠে প্রবেশ করতে পারবেন।’

আরও পড়ুনঃ ছুটছে রোহিত রথ! দশে দশ করে লঙ্কানদের বিরুদ্ধে সহজ জয় তুলে নিল ভারতীয় দল

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here