ইউপিএসসি’‌র ওয়েবসাইট হ‍্যাকে ডিজিটাল নিরাপত্তা ফের প্রশ্নের মুখে

0
88

ওয়েবডেস্কঃ-

ডিজিটাল ইন্ডিয়া ফের চরম প্রশ্নের সম্মুখীন। প্রথমে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তারপর সুপ্রিমকোর্ট- আর এবার ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন(ইউপিএসসি)’এর ওয়েবসাইট হ‍্যাক।

ছবি-সংগৃহীত

গতরাতে ওয়েবসাইট হ‍্যাক হওয়ার পর ইউপিএসসি’র  ওয়েবসাইট upscgov.in-এ ক্লিক করলেই দেখা যাচ্ছিল বিখ্যাত কার্টুন চরিত্র ডোরেমন ও একটি হার্টের ছবি। আর স্ক্রিনে লেখা উঠছিল – “ডোরেমন, পিক আপ দ্যা কল”। তার সঙ্গে নীচে লেখা ছিল- “I.M. STEWPEED”
এতে চাঞ্চল্য ছড়ায়। প্রশ্ন ওঠে ডিজিটাল নিরাপত্তা নিয়ে।কিছুক্ষণ পরেই বন্ধ করে দেওয়া হয় ওয়েবসাইট। আজ সকালেও ইউপিএসসি’র ওয়েবসাইট খোলেনি ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here