সঞ্চারী সাহা,ওয়েব ডেস্কঃ

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানানো হয় যে আফগানিস্তানের সীমানা বরাবর রেল প্রকল্প থেকে ভারতকে বাদ দেওয়া হয়েছে। একথা সম্পূর্ণরূপে অস্বীকার করল ইরান। এর কারণ হিসেবে আমেরিকার নিষেধাজ্ঞার ভয়ে ভারতের বিনিয়োগের অনিচ্ছার দিকটিও তুলে ধরা হয়েছে ৷
ইরানের পোর্ট ও মেরিটাইম অর্গানাইজেশনের ডেপুটি ফারহাদ মন্সেটাসের এক বিবৃতিতে জানান যে ,তথ্য টি সম্পূর্ণ ভুল কারণ ইরান ভারতের সঙ্গে জাহেদান থেকে চাবাহার পর্যন্ত রেল প্রকল্প চুক্তি সাক্ষরই করেনি৷
তিনি আর ও বলেন,যে ইরান ভারতের সঙ্গে দুটি চুক্তিই সাক্ষর করেছিল।বুধবার সংবাদ সংস্হা আইআরএনএকে দেওয়া তথ্যের ভিত্তিতে জানা যায় যে প্রথমটি ছিল, পোর্ট অ্যান্ড মেশিনারি এবং ইকুইপমেন্ট সংক্রান্ত, আর দ্বিতীয়টি ছিল চাবাহারে ১৫০ মিলিয়ন ডলারের বিনিয়োগ সংক্রান্ত ৷
সংবাদ মাধ্যম আইআরএনএ সূত্রে আরও জানাযায় যে, চাবাহারের পোর্ট এবং রেলের বিভিন্ন প্রকল্পে ভারতের বিনিয়োগ বাতিল হয়ে যায় দু পক্ষের সমঝোতার অভাবে৷ এক্ষেত্রে নিষেধাজ্ঞার কোন স্থান নেই৷
মঙ্গলবার দ্যা হিন্দু সংবাদ পত্রের বয়ান অনুযায়ী জানা যায় যে ইরান সরকার ভারতের অংশ গ্রহণ ছাড়াই থমকে যাওয়া রেল প্রকল্প চালু করতে চলেছে৷
বিগত সপ্তাহে চাবাহার থেকে জাহেদান পর্যন্ত রেল লাইন স্হাপনের ভিত্তি প্রস্তর অনুষ্ঠিত হয়৷ এই রেলপথ আফগানিস্তানের জারানজ পর্যন্ত প্রসারিত করা হবে যা বাণিজ্য ও সরবরাহের ক্ষেত্রে সুবিধা প্রদান করবে৷
হিন্দু পত্রিকা র রিপোর্ট অনুযায়ী আর ও জানা যায় যে ভারতীয় সংস্হা আইআরসিওএন(IRCON) এই প্রকল্পে আনুমানিক ১.৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করার প্রতিশ্রুতি দিয়েছিল৷
২০১৮ সালে ওয়াশিংটন চাবাহার বন্দরকে ইরান ফ্রিডম এন্ড কাউন্টার প্রলিফেরেশন আইন ২০১২ এর আওতার বাইরে রেখেছিল৷ তবুও ভারতীয় দপ্তর এ বিষয়ে সতর্ক ছিল৷
ইরানের রাষ্ট্রপতি হাসান রৌহানি পূর্বেই এই বন্দরকে ইরানের অর্থনৈতিক ভবিষ্যতের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তুলে ধরেছিলেন৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584