আমেরিকার বিরুদ্ধে আর প্রতিশোধমূলক হামলা চায় না ইরান

0
112

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

মঙ্গলবার শেষ রাত থেকে ইরান আমেরিকাকে বেশ কয়েকটি বার্তা পাঠিয়েছে। প্রত্যেকটি বার্তারই মূল ভাব ছিল এটাই যে ইরান আমেরিকার বিরুদ্ধে যে প্রতিশোধমূলক স্পৃহা এনেছিল, তা তারা শেষ করতে চেয়েছে, অর্থাৎ ইরানের তরফে আমেরিকার উপর আর কোনও হামলা তারা করবে না, একথা জানিয়ে দিয়েছে তারা।

Donald Trump | newsfront.co
ফাইল চিত্র

সিএনএন সূত্রে জানা গিয়েছে, ইরান সুইজারল্যান্ড এবং অন্যান্য দেশের সহায়তায় ব্যাক-চ্যানেল কনভারসেশনের মাধ্যমে আমেরিকার কাছে এই বার্তা পাঠিয়েছে। ব্যাক চ্যানেল কতভারসেশন হল একটি প্রক্রিয়া যেখানে একটি অনলাইন আলোচনায় একাধিক ব্যক্তি আলোচনায় অংশগ্রহণ করতে পারে এবং দুই পক্ষ বা একাধিক পক্ষ প্রশ্নোত্তরের মাধ্যমে আলোচনার উপসংহারে পৌঁছায়।

আরও পড়ুনঃ বাগদাদের গ্রিনজোনে হামলা ইরানের, পরপর দুটি রকেটের বিষ্ফোরণ

আমেরিকার একজন সরকারি কর্মকর্তা ইরানের তরফে পাঠানো ব্যাক চ্যানেল কনভারসেশন বার্তা বিশ্লেষণ করে জানিয়েছেন যে আমেরিকার উপর ইরান আর কোনও প্রতিশোধমূলক হামলা করতে চায় না।

তবে সিএনএন সূত্রে জানা গেছে, আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এখনই ইরানের ব্যাক চ্যানেল বার্তালাপের কোনও পাকাপাকি উত্তর দেয়নি। আমেরিকা মনে করছে বুধবার হওয়া ইরাকের মার্কিন ঘাঁটিগুলির উপর ইরানের আক্রমণে উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই ইরান মিসাইল অ্যাটাকগুলো মিস করেছে। ইরান চায়নি মার্কিন বাসিন্দা অধ্যুষিত ইরাকি এলাকাগুলিতে আঘাত হানতে।

তবে এ বিষয়ে আমেরিকার সেনাবাহিনীর জয়েন্ট চিফ স্টাফ মার্ক মালি বলেন, বুধবার ইরানের হামলার উদ্দেশ্য ছিল ইরাকে মার্কিন সেনাবাহিনীর ঘাঁটিগুলিতে হামলা চালিয়ে মার্কিন সেনাদের নিহত করা।

আরও পড়ুনঃ বাস-অটোর সংঘর্ষে মৃত ২, জখম ৪

বুধবার ট্রাম্প জানিয়েছেন যে ইরান এখন তার প্রতিধোধমূলক স্পৃহা থেকে সরে শান্ত হয়েছে, যা আমেরিকা-ইরাক-ইরান এই তিনটি দেশের পক্ষেই ভাল। যদিও ইরান যাতে আমেরিকার উপর সর্বান্তকরণে হামলা না করতে পারে, সেরকম রণকৈশলমূলক পরিস্থিতি আগেই তৈরি করে রেখেছেন ট্রাম্প, তা ইতিমধ্যেই তিনি দেশবাসীকে জানিয়েছেন।

পাশাপাশি এ দিন ইরানের তরফে পাঠানো টেলিপ্রম্পটার বার্তা উল্লেখ করে ট্রাম্প সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাঁর শাসন ইরানের বিরুদ্ধে প্রয়োজনের খাতিরে আরও শক্ত হতে পারে এবং আমেরিকার বন্ধু দেশগুলির উদ্দেশ্যেও ট্রাম্প বার্তা দেন তারা কেউ যেন ইরানের সাথে পারমানবিক চুক্তিতে না যায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here