নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
খুশির খবর পাঠান প্রেমীদের জন্য ফের বল হাতে ২২গজে নামবেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফের মাঠে ফিরতে চলেছেন প্রাক্তন ভারতীয় পেসার ইরফান পাঠান। শ্রীলঙ্কার টি-২০ লিগে মাঠে নামতে দেখা যাবে বিশ্বকাপ জয়ী ক্রিকেটারকে।
আসন্ন শ্রীলঙ্কা প্রিমিয়র লিগে অংশ নেওয়ার জন্য চুক্তিবদ্ধ হলেন ইরফান। তিনি ক্যান্ডি টাস্কার্স ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে নামবেন। যার মালিক বলিউড সুপারষ্টার সলমন খান। সলমন খান ও তার ভাই সোহেল শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে দল কেনেন।
আরও পড়ুনঃ আইএসএল প্রমো করে বিতর্কে সৌরভ
পাঠান ছাড়াও ক্রিস গেইল, লিয়াম প্লাঙ্কেট, ওয়াহাব রিয়াজরাও খেলবেন একই দলের। খেলা ছাড়ার পরে ধারাভাষ্য দিতে দেখা গেছে পাঠানকে।
আরও পড়ুনঃ দল নির্বাচনে তার ভোট নেই তাই রোহিতের বিষয়ে তিনি কিছু জানেন না, বলছেন শাস্ত্রী
ইরফান বলেন, ‘আমি অবসর নিয়েছি বটে, তবে বিশ্বের বিভিন্ন প্রান্তে টি-২০ ক্রিকেট খেলতে পারি আর সেটা আমার ইচ্ছে ক্রিকেট ছেড়ে থাকতে মন চায় না আর আমার ফিটনেস তো আছে। মাঠে নেমে খেলাটাকে উপভোগ করতে চাই, গত দু’বছরে যেটা করতে পারিনি। আমি সত্যিই মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি।’
শ্রীলঙ্কা প্রিমিয়র লিগে মাঠে নামবেন ভারতের মনপ্রীত গোনিও। তিনি কলম্বো কিংসয়ের হয়ে প্রতিনিধিত্ব করবেন। আগামী ২১ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর হবে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584