মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
চারিদিকে করোনা আতঙ্কে যখন চিন্তায় আচ্ছন্ন বিশ্ববাসী। তখনই এল দুঃসংবাদ। প্রয়াত হলেন বলিউড অভিনেতা ইরফান খানের মা সৈয়াদা বেগম। লকডাউনের কারণে মায়ের শেষকৃত্যে উপস্থিত থাকতে পারলেন না ইরফান। মাকে শেষ দেখাও দেখতে পেলেন না অভিনেতা। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন সৈয়াদা বেগম।
শনিবার, ৮২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পারিবারিক সূত্রে খবর, ওই দিনই দেশের বাড়ি জয়পুরে শেষকৃত্য সম্পন্ন হয় তাঁর। লকডাউনের জন্য মুম্বইয়ে ঘরবন্দি ইরফান। সেই কারণে মায়ের সঙ্গে শেষ দেখাটুকুও করতে পারলেননা তিনি।
ঘটনার আকস্মিকতায় স্তব্ধ ইরফান। তাঁর পরিবার জানায়, মাকে শেষ দেখা দেখতে না পাওয়ার যন্ত্রণায় ভুগছেন এই বলিউড অভিনেতা। ইরফান খানের মা সৈয়াদা বেগমের প্রয়াণে শোকের ছায়া গোটা পরিবারে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584