বালুরঘাটের আত্রেয়ী নদীতে জল প্রতিবন্ধক ব্যবস্থা গড়তে উদ্যোগ সেচ দফতরের

0
111

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ

দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাটে আত্রেয়ী নদীবক্ষে জল প্রতিবন্ধক ব্যবস্থা নির্মানের উদ্যোগ নিয়েছে জেলা সেচ দফতর। করোনা আবহের কারণে বেশ খানিকটা কাজে দেরি হলেও, অবশেষে এই নির্মানের জন্যে ৩২ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য অর্থ দফতর।

atrai river | newsfront.co
নিজস্ব চিত্র

ভূগর্ভস্থ জলের জোগান স্বাভাবিক রাখতেই সেচ দফতর ইতিমধ্যেই টেন্ডার প্রক্রিয়াও সম্পন্ন করেছে। আগামী মার্চ মাস থেকেই এই জল প্রতিবন্ধক ব্যবস্থা নির্মাণের কাজ শুরু হয়ে যেতে পারে বলে আশা করছেন সেচ কর্তারা। বালুরঘাট শহরের চকভবানী শ্মশানের কাছে নদীর মাঝ বরাবর গড়ে তোলা হবে ২ মিটার উচ্চতার ওই জল প্রতিবন্ধক ব্যবস্থা।

আরও পড়ুনঃ হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের বিক্ষোভ গড়বেতার রেঞ্জের অফিসের সামনে

প্রসঙ্গত, আত্রেয়ী নদীতে শুখা মরসুমে প্রায় জল থাকেনা বললেই চলে। মৎস্যজীবীরা সেচ দফতরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তবে মৎস্যজীবীরা জানান, এই জল আটকানোর ব্যবস্থা সেচ দফতর খিদিরপুর এলাকার দিকে করলে খুব উপকার হয়।

নদীর এমন বেহাল অবস্থায়, ভূগর্ভস্থ জলের জোগানেও প্রভাব পড়েছে বলে পরিবেশবিদদের অনুমান।তাই ২০১৫ সাল থেকে বালুরঘাট আত্রেয়ী রক্ষায় মরিয়া হয়ে ওঠে। বাংলাদেশের মোহনপুরে রাবার ড্যাম দিয়ে নদী আটকানো হয়েছে বলে অভিযোগ তুলে বালুরঘাট আন্দোলনে নেমে পড়ে। তবুও বাংলাদেশী বাঁধ সরানো যায়নি।

আরও পড়ুনঃ কেশপুরের তৃণমূল কংগ্রেস কার্যালয় ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

ফলে বাংলাদেশ থেকে বাঁধ পেড়িয়ে যে সামান্য পরিমাণ জল বহন করে নিয়ে আসছে আত্রেয়ী, তার সবটাই ফের বাংলাদেশে চলে যায়। ফলে জেলার ভূগর্ভস্থ জলের স্তর নেমে যাচ্ছে। কৃষি কাজে সেচের বিষয়ে প্রভাব পড়ছে। ফলে জেলার স্বার্থেই আত্রেয়ী নদীতে জল প্রতিবন্ধকতা ব্যবস্থা গড়তে উদ্যোগী হয়েছে সেচ দফতর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here