মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ১৫দিন সময় দিলেন বনমন্ত্রী তথা প্রাক্তন সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। দিলীপ ঘোষকে ওপেন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে ডোমজুড়ের বিধায়ক আরও বলেন যে, যদি দিলীপ ঘোষ নিজের মন্তব্যের জন্য ক্ষমা না চান বা ভুল স্বীকার না করেন তাহলে তিনি মানহানির মামলা করবেন।
সোমবার সোমবার পশ্চিমবঙ্গে আয়লার খাতে কেন্দ্রীয় সরকারের দেওয়া অর্থের হিসেব নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি। এদিন দিলীপ ঘোষ প্রক্তন সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করেন যে, কেন্দ্র থেকে টাকা আসা স্বত্ত্বেও বাঁধের কাজ হয়নি। টাকা আত্মসাৎ করা হয়েছে।
আরও পড়ুনঃ লকডাউনের মধ্যেই সরকারী নির্দেশ মেনে রাস্তায় নামল অটো রিকশা, বাড়ল ভাড়া
মঙ্গলবার দিলীপ ঘোষকে পাল্টা হুশিয়ারী দিয়ে প্রাক্তন সেচমন্ত্রী বলেন, আপনাকে ১৫ দিন সময় দিলাম ৭দিনও না ১০দিনও না। ১৫ দিন। যদি আমি টাকা আত্মসাৎ করে থাকি, তাহলে এই ১৫ দিনের মধ্যে সমস্ত তথ্য নিয়ে প্রমান দিন যে আমি টাকা নয়ছয় করেছি। যদি সেটা প্রমাণ করতে পারেন তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব। আর আমি টাকা নয়ছয় করেছি সেটা যদি আপনি ১৫ দিনের মধ্যে প্রমাণ করতে না পারেন তাহলে আপনাকে ক্ষমা চাইতে হবে অথবা বলতে হবে মুখ ফস্কে ভুলবশত কথাটা বেরিয়ে গিয়েছে। যদি আপনি সেটা না করেন তাহলে আপনার বিরুদ্ধে আমি মানহানির মামলা করব।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584