নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
আজ মঙ্গলবার বহরমপুরের সেচ নিবাসে সাংবাদিক বৈঠক করলেন সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। তিনি জানালেন, মুর্শিদাবাদ একটি নদীমাতৃক জেলা। ২০১১ সাল থেকে মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলার উপর বিশেষ নজর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কান্দি মাস্টারপ্ল্যান হওয়ার ফলে উপকৃত হয়েছেন বহু মানুষ। তবে প্লাবন ও ভগ্নের ফলে বিভিন্ন জায়গায় অসুবিধায় পড়তে হয়েছে জেলাবাসীদের। তিনি জানিয়েছেন, মোট ১৩৫ কোটি টাকার কাজ শুরু হবে বর্ষার পরে। তাই আজ মুর্শিদাবাদের ইঞ্জিনিয়ার পৌর এক্সিকিউটিভ নিয়ে রিভিউ মিটিং করা হল এবং করোনা আবহের মধ্যেও কাজ চলছে।
আরও পড়ুনঃ ১০০ ফ্লেক্সে ত্রিপুরা সাজিয়ে দলনেতাকে স্বাগত হুগলির কুন্তল ঘোষের
এছাড়া তিনি আরও জানান যে, পৌর এলাকাগুলিতে যেভাবে নিকাশি ব্যবস্থা হয়ে আছে সেই দিকেও নজর দেওয়া হচ্ছে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584