ভারতীয় সেনা বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ, পৃথক সরকার গঠনের দাবি মণিপুরের

0
63

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

মণিপুরের রাজা লিসেম্বা সানাজোবার প্রতিনিধিরা পৃথক মণিপুর স্টেট কাউন্সিল গঠন করার জন্য একটি সাংবাদিক বৈঠক ডাকেন।

irritated to torture about indian army | newsfront.co
সংবাদ চিত্র

মঙ্গলবার লন্ডনে একটি সাংবাদিক বৈঠকে মণিপুর রাজ্য পরিষদের মুখ্যমন্ত্রী ইয়ামবেন বীরেন এবং মণিপুর রাজ্য পরিষদের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রী নরেংবাম সমরজিৎ মিডিয়াকে জানান, তাঁরা মণিপুরের রাজা লিজেম্বা সানাজোবার তরফে আনুষ্ঠানিকভাবে পৃথক মণিপুর সরকার গঠনের জন্য আর্জি জানাচ্ছেন।

তাঁরা চান ভারত থেকে আলাদা হয়ে একটি নির্বাসিত সরকার গঠন করতে, যা প্রাথমিক ভাবে লন্ডনে পর্যবসিত হবে।

মহারাজা লিসেম্বা সানাজোবা অনুমোদিত একটি অর্ডার পেশ করে সেই সাংবাদিক বৈঠকে মণিপুরের মুখ্যমন্ত্রী ও রাজ্য পরিষদের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রী জানান, মহারাজা লিসেম্বা সানাজোবা চান মণিপুরের রাজনৈতিক সমস্যার সমাধান হোক। বৈঠকে পেশ করা সেই অর্ডারটি ছিল ২০১৩ সালের ১৫ মার্চের ১২ নং অর্ডার, যাতে মণিপুরের রাজনৈতিক সমস্যাগুলি বিশদে বলা রয়েছে।

আরও পড়ুনঃ কাশ্মীরে নিহত মুর্শিদাবাদের শ্রমিক পরিবারের প্রতি সহমর্মী টুইট মমতার,সাহায্যের দাবি

একটি জাতীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিরক্ষা মন্ত্রী এ দিন লন্ডনের সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, ইতিমধ্যেই ২০১৯ এর সেপ্টেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে তারা আশ্রয়ের আর্জি জানিয়েছেন। মণিপুরিদের উপর ভারতীয় সেনা বাহিনীর দিনের পর দিন যথেচ্ছ অত্যাচার ও দমন থেকে বাঁচার জন্যই তাঁদের এই আর্জি।

তাঁরা আরও জানান, “আমাদের মনে হয় ভারত থেকে পৃথক হয়ে স্বাধীন সরকার গঠনের সঠিক সময় চলে এসেছে। আমরা চাই প্রত্যেক সার্বভৌম রাজ্য থেকে জাতিসংঘের প্রতিনিধিদের ডেকে বিধিসম্মত ভাবে মণিপুর থেকে পৃথক নির্বাসিত সরকার গঠন করতে।

ত্রিশ লক্ষ মণিপুরি জনগণ স্বাধীন নাগরিকের পরিচয় চান। ভারত সরকারের সাথে আমাদের যুক্ত হওয়া ঘৃণা আর প্রতিকূলতা ছাড়া কিছুই আনেনি।”

এখানেই থেমে থাকেননি তাঁরা। মোদি সরকারের প্রতি রোষ উগড়ে দিয়ে আরও বলেন, মোদি সরকার অসহিষ্ণুতা ও বিচার বহির্ভূত হত্যায় বিশ্বাসী।

ভারতবর্ষের ছোট ছোট কমিউনিটিগুলিকে একত্রিত করে তিনি হিন্দুত্ববাদী রাষ্ট্র গঠনে লোলুপ হয়ে রয়েছেন। ভারতে থেকে তাই আমাদের পক্ষে নির্বাসিত সরকার নিয়ন্ত্রণ করা সম্ভব হতো না। তাই আমাদের লন্ডনে পৃথক নির্বাসিত সরকার গঠনের সিদ্ধান্ত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here