ওয়েবডস্কঃ
ভোট বড় বালাই, রাজনীতিও ক্রমশ আদর্শহীন হয়ে পড়েছে। তাই রাজনীতিবিদগণও প্রয়োজন অনুযায়ী কখনো নাস্তিক, আবার কখনো আস্তিকের মতো আচরণ করছেন। তবে সিপিএমও যে হালে পানি পেতে আস্তিকতার রাস্তায় হাঁটতে পারে তার প্রমাণ পাওয়া গেল কেরালার কায়ামকুলাম বিধানসভা কেন্দ্রের সিপিএম বিধায়ক ইউ প্রতিভা হরির আচরণে। তিনি সোমবার রামায়ণ পাঠ করার এক ভিডিও নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করেন। ঐতিহ্যমন্ডিত শাড়ী পরে সকাল বেলায় তাকে রামায়ণ পাঠ করতে দেখা যায় সেই ভিডিওতে। মুহুর্তের মধ্যেই সেটা ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এ নিয়ে চাঞ্চল্য ছড়ায় কেরালার রাজনীতিতে।
কয়েক দিন আগেই শোনা গিয়েছিল কেরালা সিপিএম নাকি ‘রামায়ণ মাস’ পালন করবে। সেই খবরে রীতিমত শোরগোল পড়ে যায় রাজ্যে। যদিও সরাসরি সিপিএম নয়, সিপিএম সমর্থিত ‘সংস্কৃতি সংঘ’ নামে একটি সংগঠন এই ‘রামায়ণ মাস’ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে।
➡️ভিডিওটি দেখতে নীচের লিঙ্কে ক্লিক করুন https://youtu.be/wu9Hl0n_v0k
দলের রাজ্য সম্পাদক বালাকৃষ্ণ পুরো ঘটনাটি অস্বীকার করে বলেন, সংস্কৃতি সংঘ ‘রামায়ণ মাস’ উদযাপন করলেও সিপিএমের সঙ্গে এর কোনো যোগাযোগ নেই।
কিন্তু এখন সিপিএম বিধায়কের রামায়ণ পাঠের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে নতুন করে সিপিএমকে অস্বস্তিতে ফেলেছে । তাই প্রশ্ন উঠছে-রাজনৈতিক হালে পানি পেতেই কি সিপিএম রামের শরনাপন্ন? বিরোধীদের দাবি অন্তত তাই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584