মন্ত্রী-স্নেহের সংবাদ প্রকাশে প্রভাব বিস্তারের চেষ্টা অভিনেত্রীর, প্রতিবাদে জানালেন এমন তিনি করেই থাকেন

0
478

নিউজফ্রন্ট ডেস্কঃ

মন্ত্রী-স্নেহ প্রচারে প্রভাব বিস্তারের চেষ্টা অভিনেত্রীর, সাংবাদিকের প্রতিবাদের প্রত্যুত্তরে জানালেন এমন তিনি করেই থাকেন। ঘটনার প্রকাশ এই যে, বাংলা ধারাবাহিকের অভিনেত্রী পায়েল সরকার শুক্রবার রাত্রি ১২টা ৯ মিনিট নাগাদ নিউজফ্রন্টের বিনোদন বিভাগের সাংবাদিক নবনীতা দত্তগুপ্তর হোয়াটসঅ্যাপে একটি খবরের কপি এবং সাথে দুটি ছবি পাঠান।

Blessing | newsfront.co
এই ছবি কভারে দেওয়ার জন্য পায়েলের নির্দেশ ছিল। সংবাদ চিত্র

পাঠানো সেই দু’টি ছবির মধ্যে একটিতে দেখা যায় মন্ত্রী অভিনেত্রীর সদ্য প্রকাশিত একটি বই হাতে নিয়ে পায়েলের মাথায় হাত দিয়ে তাঁকে আশীর্বাদ করছেন।আর কপির হেড লাইনে আছে, ‘ রাজ্যের উন্নয়নে মন্ত্রী সাধন পান্ডের অবদান- তাঁর সাথে বাস্তবের মূল্যায়ন’।

Sadhan Pande | newsfront.co
মন্ত্রী সাধন পান্ডের এই ছবিটিও পায়েল পাঠায় নবনীতাকে। সংবাদ চিত্র

নবনীতাকে পায়েল নির্দেশের ভঙ্গিতে কপিটা পাবলিশড করে লিঙ্ক তাঁকে শেয়ার করার জন্য বলে। নবনীতা জানায়, এখন পাবলিশড করা সম্ভব না, উত্তরে পায়েল একই ঢঙে জানায় আগামীকাল সকালে প্রকাশ করে যেন তাকে লিঙ্ক পাঠানো হয়। পায়েল একইসাথে এমন দাবী করেন, মন্ত্রী নাকি সেই লিঙ্ক শেয়ার করবেন।

Payel Sarkar | newsfront.co

নবনীতা পায়েলের এই অভিব্যক্তির প্রতিবাদ করে জানায়, খবর প্রকাশ এবং কোন ছবি কোথায় প্রকাশ হবে সেটা সম্পাদক ঠিক করেন। সংবাদ প্রকাশের সাধারণ নিয়ম সম্পর্কে অভিনেত্রীকে জ্ঞাত করতেই পায়েল নবনীতাকে জানিয়ে দেয়, তিনি এমনটা করেই থাকেন।

Snapshot | newsfront.co
নবনীতার সাথে পায়েলের কথোপকথনের স্ন্যাপশট

প্রসঙ্গক্রমে জানান, ইংরেজি এক দৈনিকে তিনি নাকি খবর লিখে দেন তারা সেটাই প্রকাশ করে। নবনীতা অভিনেত্রীর এই ধরনের আচরনে অপমানিত বোধ করেন। কথোপকথনে অভিনেত্রীর কথার ধরনে মৃদু দেখে নেওয়ার ভাবও প্রকাশিত হয়।

একজন শিল্পী তাঁর কাজের প্রচার চাইবেন এটা খুব স্বাভাবিক ঘটনা কিন্তু তিনি যখন মন্ত্রীর স্নেহের প্রচার নিয়ে এতোটা উৎসাহিত বোধ করেন এবং প্রভাব বিস্তারের চেষ্টা করেন তখন প্রশ্ন ওঠে, কেন? পাশাপাশি একজন শিল্পী যখন খবর প্রকাশের সাধারণ নীতিকে লঙ্ঘন করেও সাফাই দেন বড় সংবাদ মাধ্যমে তিনি এই রকম করেই থাকেন তখন এই ঘটনার পরিপ্রেক্ষিতে পায়েলের অভিনয় শিল্পীর সত্ত্বা নিয়ে প্রশ্ন উঠছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here