ওয়েবডেস্ক:-লালকেল্লার পর কি এবার তাজমহলের পালা? ঐতিহ্যবাহী লালকেল্লার পর এবার তাজমহলকে দত্তক দেওয়ার পরিকল্পনা নরেন্দ্র মোদি সরকারের? তাজমহলকে বেসরকারি খাতে দত্তক দেয়ার পরিকল্পনা করছে বলে মোদি সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ঐতিহ্য সংরক্ষণকর্মীরা।সম্প্রতি ভারত সরকার ঐতিহাসিক স্থাপনা বেসরকারি খাতে ছেড়ে দেয়ার একটি প্রকল্প চালু করেছে। দেশের একশোটি ঐতিহাসিক স্মারককে ‘অ্যাডপ্ট আ হেরিটেজ’ প্রকল্পের আওতায় আনতে চেয়েছিল। লালকেল্লা ছাড়াও ডালমিয়া গ্রুপ দায়িত্ব পেয়েছে অন্ধ্রপ্রদেশের গোন্ডিকোটা ফোর্টের। এছাড়াও ওড়িশার সূর্য মন্দিরের দায়িত্বের বিষয়টিও একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা গিয়েছে। তাজমহলের দায়িত্ব পেতে চূড়ান্ত পর্যায়ে লড়ছে জিএমআর স্পোর্টস এবং আইটিসি।
শাহজাহানের তৈরি তাজমহল দেখভাল করার জন্য এইসব যে কোনো বেসরকারি কোম্পানির হাতে ছেড়ে দেয়া হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বলে খবর এএফপির।
বিরোধী দলগুলোর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, মোদি সরকার ঐতিহাসিক স্থাপনা ইজারা দেয়ার যে পরিকল্পনা নিয়েছে, তাতে দেখা যাচ্ছে ৯৫টি পর্যটন কেন্দ্র রয়েছে। ভারতের পর্যটনমন্ত্রী শনিবার ঘোষণা করেছেন, সতেরো শতকের নির্মিত দিল্লির লাল কেল্লা ২৫ কোটি টাকার বিনিময়ে ডালমিয়া ভারত গ্রপকে ইজারা দেয়া হয়েছে। পাঁচ বছরের জন্য এই চুক্তি করা হয়েছে।
বেসরকারি খাতে ছেড়ে দেয়ার তালিকায় ইউনেস্কো স্বীকৃত দুটি ঐতিহাসিক স্থাপনা তাজমহল ও দ্বাদশ শতকের কুতুব মিনারও রয়েছে। রেড ফোর্ট মোগল সম্রাট শাহজাহানের আমলে তৈরি। প্রতি বছর স্বাধীনতা দিবসে এখানে কুচকাওয়াজ ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ভারতের প্রধানমন্ত্রী এখান থেকেই বক্তব্য দেন।
যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ইজারার আওতায় এসব কোম্পানি শুধু ঐতিহাসিক স্থাপনার উন্নয়ন কাজ, পর্যটক টানা এবং ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে। তবুও বেসরকারিকরণ দেশের মানুষ কিভাবে দেখবেন, উঠছে প্রশ্ন।
(সমস্ত ছবি-সংগৃহীত)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584