কর্মসংস্থানের প্রশ্নেই তৃণমূলকে চ্যালেঞ্জ পূর্ব বর্ধমানের বামফ্রন্ট প্রার্থী ঈশ্বরচন্দ্র দাসের

0
229

শ্যামল রায়,কালনাঃ

isa chandra das challenge to tmc
বামফ্রন্ট মনোনীত প্রার্থী ঈশ্বরচন্দ্র দাস।নিজস্ব চিত্র

এবারের লোকসভা নির্বাচনে সিপিএম প্রার্থীর সমর্থনে বিভিন্ন জায়গায় দেওয়াল লিখন বেশ চোখে পরলো। প্রার্থী ঈশ্বরচন্দ্র দাসের সমর্থনে কালনা কাটোয়া মহকুমা জুড়ে শাসকদলের সাথে পাল্লা দিয়েই সিপিএম দেওয়াল লিখে চলছে। বুধবার সিপিএম প্রার্থী ঈশ্বরচন্দ্র দাস পূর্বস্থলী ২ নং ব্লকের বিভিন্ন জায়গায় ভোটারদের কাছে ভোট প্রচার করেন।

ভোটপ্রচারের প্রধান হাতিয়ার বিগত ৩৪ বছর ধরে বাম সরকারের আমলে ব্যাপক উন্নয়নমুখী কাজ যেমন হয়েছে প্রচুর যুবক-যুবতী কর্মসংস্থানের সুযোগ পেয়েছিল অথচ তৃণমূল সরকারের আমলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়নি,এছাড়াও ব্যাপক দুর্নীতি করে টিকে আছে তৃণমূলের সরকার এমনটাই অভিযোগ সিপিএম নেতাদের।

গত লোকসভা ভোটে তৃণমূলের প্রার্থী সুনিল মন্ডলের কাছে পরাজিত হয়েছিলেন এই সিপিএম প্রার্থী।সিপিএম প্রার্থী ঈশ্বরচন্দ্র দাস জানিয়েছেন যে,তারা বর্তমান যুবক-যুবতীদের উপর ভরসা রেখেই ভোটের লড়াইয়ে টিকে থাকতে মরিয়া।তৃণমূলের সরকারের আমলে বহু শিক্ষিত বেকার যুবক-যুবতীরা হতাশাগ্রস্থ তাই এই সরকারের প্রতি বর্তমানের ভোটাররা মুখ ফিরিয়ে নিয়েছে বলে দাবি ওই সিপিএম প্রার্থীর।

আরও পড়ুনঃ সিপিএমের বিরুদ্ধে বিষোদগার আর প্রিয় সেন্টিমেন্ট উস্কিয়ে কর্মীসভা দীপার

তিনি নিবিড় প্রচারের পাশাপাশি প্রত্যেক মানুষের বাড়ি গিয়ে দেশের বর্তমান পরিস্থিতি ও দলের অবস্থানের কথা তুলে ধরেছেন ভোটারদের কাছে।একদিকে ভারতের জনবিরোধী বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন সেইসাথে তৃণমূলের সরকারের ব্যাপক দুর্নীতির কথা তিনি তুলে ধরছেন ভোটারদের কাছে।

তিনি আশা প্রকাশ করেছেন যে ভোটাররা যদি তাদের ঠিকমতো ভোটটা দিতে পারে পারে তাহলে তাদের প্রার্থী জয়ের লক্ষ্যে এগিয়ে যাবে বলে জানিয়ে দিয়েছেন সিপিএম নেতারা।পূর্বস্থলী সিপিএমের জোনাল কমিটির সম্পাদক প্রাক্তন বিধায়ক সুব্রত পাল জানিয়েছেন যে, রাজ্য ও কেন্দ্রীয় সরকার মানুষের সঙ্গে বঞ্চনা করছে।

সেই তথ্য মানুষের সামনে তুলে ধরার পাশাপাশি দলের অবস্থান একথাও সকলের সামনে তুলে ধরবো।বিজেপি হটাও দেশ বাঁচাও এবং তৃণমূল হটাও রাজ্য বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে আমাদের দেওয়াল লিখন যেমন চলছে তেমনি বাড়ি বাড়ি প্রচার অভিযানে জোরকদমে শুরু হয়ে গিয়েছে।সিপিএম নেতারা দাবি করেছে ত্রিমুখী লড়াইয়ের তাদের প্রার্থী ঈশ্বরচন্দ্র দাস অনেকটাই এগিয়ে আছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here