করোনা মোকাবিলায় পথে নামলেন ইসলামপুরের পুরপ্রধান

0
38

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

এবার নিজেই হাত লাগালেন। করোনা সংক্রমন রুখতে ইসলামপুর পুরসভার চেয়ারম্যান তথা জেলা তৃনমুল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল নিজে হাতে পুর ওয়ার্ডগুলিতে জীবাণুনাশক স্প্রে করলেন। এতদিন দমকলের মাধ্যমে এলাকার বিভিন্ন জায়গা জীবাণুমুক্ত করার কাজ করা হচ্ছিল।

sanitization | newsfront.co
নিজস্ব চিত্র

রবিবার থেকে ইসলামপুর পুর এলাকার বিভিন্ন ওয়ার্ডে ‘বিশেষ স্যানিটাইজ’ কাজ শুরু হয়েছে। একটি ট্রাক্টরের মধ্যে পাম্প বসিয়ে তার মাধ্যমে এই কর্মসূচি নেওয়া হয়েছে। শনিবারই রায়গঞ্জ মহকুমায় তিনজন করোনা পজিটিভ ব্যক্তির খোঁজ পাওয়া গিয়েছে। তারপরই নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন।

আরও পড়ুনঃ মাতৃ দিবসে সংবর্ধিত করোনা যোদ্ধা সেলিনা বেগম

করোনা সংক্রমণ ছড়িয়ে পড়েছে উত্তর দিনাজপুর জেলায় ইসলামপুর সংলগ্ন পার্শ্ববর্তী বিহারের কিশানগঞ্জ জেলাতে। দীর্ঘদিন ধরে ওয়ার্ডের বাসিন্দারা দাবি তুলেছিলেন, ওয়ার্ড গুলোতেও স্যানিটাইজ করার কাজ শুরু হোক। তাদের দাবিকে মাথায় রেখে অবশেষে পুরসভার তরফেই এই উদ্যোগ চালু হল ইসলামপুর শহরে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here