গানের মাধ্যমে অসহায় মানুষের হাতে সামগ্রী বিতরণ ইসলামপুর পুলিশের

0
154

পিয়া গুপ্তা,ইসলামপুরঃ

ইসলামপুর পুলিশ দেশের বিভিন্ন জায়গার মতো নিজ এলাকাতেও কীভাবে মানবিক, তার উদাহরণ দেখা যায়। জেলার বিভিন্ন থানা এলাকায় লকডাউন শুরু হওয়ার পর থেকে, পুলিশ কর্মীরা চুপচাপ সামাজিক কাজ করে যাচ্ছেন।

police officers | newsfront.co
গানে গানে সচেতনতা। নিজস্ব চিত্র

এমনকি অসহায় ও দুর্দশাগ্রস্থ মানুষের মধ্যে যাতে খাদ্য সঙ্কট সৃষ্টি না হয়। সে জন্য পুলিশ জেলার পাঁচটি থানা এলাকায় ইতিমধ্যে গরিব নিরবচ্ছিন্ন খাদ্য বিতরণ কার্যক্রম চলছে। শুধু তাই নয়, পুলিশ সদস্যরা যে কোনও দরিদ্র অসহায় মানুষের খবর পেলেই তাঁরা তাঁদের বাড়িতে খাবার পাঠাচ্ছে।

sanitization | newsfront.co
নিজস্ব চিত্র

আর বৃহস্পতিবারও চাকুলিয়া থানা এলাকায় এমন ব্যবস্থা ছিল। এদিন চাকুলিয়া থানা এলাকার শকুন্তলা উচ্চ বিদ্যালয়, চকুলিয়া লিচু বাগান, গন্ডাল মজলিসপুর এলাকায় পুলিশ অসহায় মানুষের হাতে খাবার সামগ্রী তুলে দেয় ।

আরও পড়ুনঃ রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ে প্রতিনিধিদের সাথে প্রশাসনিক বৈঠক পর্যটন মন্ত্রীর

essential goods | newsfront.co
খাদ্য সামগ্রী বিতরণ। নিজস্ব চিত্র

তবে খাবার তুলে দেওয়ার পাশাপাশি তারা এদিন সাধারণ মানুষদের গানের মাধ্যমে সচেতনতার বার্তাও দেয়।
যদিও পুলিশ সদস্যরা কেবল এলাকায় অপরাধ দমন করতে ব্যস্ত থাকেন না।বরং ইসলামপুর পুলিশ জেলার পুলিশ কর্মীরা ও তার জায়গায় বিভিন্ন সামাজিক কাজ করে চলেন। তবে জেলা পুলিশ সুপার শচীন মাক্কর বলেছিলেন, প্রতিটি থানা এলাকায় তাদের নিয়মিত কর্মসূচী বাদে যখনই তাঁরা বা পুলিশ অফিসাররা কোনও দরিদ্র ব্যক্তির সামনে খাবার সংকটের খবর পান। তাঁরা তাদের কাছে খাবার সরবরাহের চেষ্টা করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here