নতুন দলে আগ্রহী নয় এফএসডিল, আইএসএল খেলা আরও কঠিন হল ইস্টবেঙ্গলের কাছে

0
50

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

একদিকে যখন ইস্টবেঙ্গল কর্তারা স্লগ ওভারে ব্যাটিং করছেন আইএসএল খেলার জন্য। তখন বিপক্ষের থেকে আসছে একের পর এক বাউন্সার ও ইওকার। কর্তারা যখন স্পনসর তৈরী এনে শতবর্ষতেই আইএসএল খেলতে বদ্ধপরিকর তখন এফএসডিল কর্তারা এদিনের বৈঠকে জানিয়ে দিল তারা আর এই মরসুমে আইএসএলে নতুন দল নিতে রাজি নন।

ISL | newsfront.co
সংবাদ চিত্র

ফলে ওপেন হবে না বিড পেপারও। ৩১ আগস্ট প্রকাশ পাবে দশ দলের সূচি। ৭ আগস্ট কলকাতা ও গোয়ার মধ্যে কথায় আইএসএল হবে সেটা ঘোষণা হবে। তবে এগিয়ে রয়েছে গোয়া। খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় উদ্যোগ নিয়ে প্রফুল্ল প্যাটেলের সঙ্গে ইস্টবেঙ্গলকে আইএসএল খেলাতে কথা বলেছিলেন।

আরও পড়ুনঃ এবার আইপিএল সবথেকে বেশি মানুষ দেখবে বলছেন পাঞ্জাব মালিক

East bengal club | newsfront.co
সংবাদ চিত্র

কিন্তু এখানে কিছু করার নেই ফেডারেশন কর্তাদের পুরোটাই এফএসডিল কর্তাদের ব্যাপার। তাই শেষ মুহূর্তে স্পনসর জোগাড় হলেও আইএসএল খেলা ইস্টবেঙ্গলের কাছে কঠিন থেকে কঠিনতর হয়ে উঠল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here