খাস কলকাতা শহরে ইসলাম জিন্দাবাদ স্লোগান তুলে মহামিছিল!

0
102

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

খাস কলকাতা শহরে ‘ইসলাম জিন্দাবাদ’ স্লোগান তুলে এগিয়ে চলেছে বিরাট মিছিল। মুখ্যমন্ত্রীর একুশে জুলাই জনসভায় ঠিক যেমন ভিড় দেখা যায়, অনেকটা সেই রকম সারি কালো মাথায় ফেজ টুপি। কিছুদিন আগে এমনই একটি ভিডিও টুইটারে শেয়ার করে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিলেন মধু পূর্ণিমা কিশ্বর নামের এক মহিলা। ভিডিওর ক্যাপশনে লেখা ‘এটা কলকাতা।’

Islami rally | newsfront.co
ছবিঃ কলকাতা পুলিশ টুইটার

কিন্তু সাম্প্রতিক অতীতে মুসলিমরা কি কলকাতায় সত্যিই এত বড় মিছিল করেছিল? শুরু হয় জল্পনা। ঘটনার তদন্তে নেমে তিন বছর আগের একই রকম আরও একটি ছবি খুঁজে পায় কলকাতা পুলিশ। সমস্ত তথ্য যাচাই করে সোমবার কলকাতা পুলিশ জানাল, মধু পূর্ণিমা কিশ্বরের টুইটটি সেটি সম্পূর্ণ ভুয়ো।

সঙ্গে এও জানিয়ে দেওয়া হয়, এভাবে ভুয়ো খবর ছড়িয়ে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার চেষ্টা করায় অভিযুক্তর বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হচ্ছে। ফেসবুকে নিজেদের পেজের পোস্টে কলকাতা পুলিশ জানায়, এটি কলকাতা নয়, বাংলাদেশের ঘটনা।

মধু পূর্ণিমা কিশ্বরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভিডিওটি সম্পূর্ণ দেখলেই তা স্পষ্ট হবে। মিছিলে বাংলাদেশের পতাকার পাশাপাশি সেখানকার পুলিশকেও দেখা গিয়েছে।

আরও পড়ুনঃ বিহারের ফল প্রভাব ফেলবে না বাংলায়, মত দিলীপের

এই একই ভিডিও ২০১৯ আগস্টেও পোস্ট করেছিলেন পাক বংশোদ্ভূত কানাডিয়ান লেখক তারেক ফাতে। তিনিও নিজের পোস্টে লিখেছিলেন, “এটা করাচি, কাশ্মীর কিংবা কেরল না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় ইসলাম জিন্দাবাদের স্লোগান তোলা হয়েছে।”

আরও পড়ুনঃ চিতাবাঘের চামড়া বিক্রি করতে গিয়ে বন দফতরের হাতে কুঁদঘাটে ধৃত ২

তখনও ভাইরাল হয়ে গেলে খতিয়ে দেখা যায়, ভিডিও আসলে ২০১৭ সালের। ‘বাংলাদেশ ইসলামি আন্দোলন’ নামের সংগঠনের তরফে এই প্রতিবাদের ভিডিওটি দেওয়া হয়েছিল। সেবার ঢাকায় মায়ানমারের দূতাবাসের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন সংগঠনের সদস্যরা।

রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বারবার অন্য দেশের ভিডিও কলকাতার বলে চালিয়ে সাম্প্রদায়িক উস্কানি দেয়ার চেষ্টা করলেও তারা যে সফল হবে না, তা নিজেদের পোস্টে পরিষ্কার করে জানিয়ে দিয়েছে কলকাতা পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here