নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
উত্তর দিনাজপুরে ইসলামপুরের এটিএম গুলিতে দুস্কৃতি হানার জেরে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। লকডাউনের সময়ে ব্যাঙ্ক কাজের সময় কমিয়ে দিয়েছে।
এই মুহুর্তে এটিএম একমাত্র ভরসা গ্রাহকদের। কিন্তু বিভিন্ন কারণে শহরের এটিএম গুলিতে সাটার নামানো রয়েছে। কোথাও এটিএম থেকে চুরি যাচ্ছে ব্যাটারি।
কোথাও বা টাকা না পেয়ে এটিএম -এর কিবোর্ড ভেঙে দিয়েছে দুষ্কৃতীরা। এই সংকটের মুহূর্তে অন্য রাজ্য থেকে কারিগররা এসে আদৌ তা মেরামত করতে পারছেন না।
আরও পড়ুনঃ অকাল বর্ষণে দুশ্চিন্তায় কৃষককুল
এর জেরেই প্রচুর মানুষ অত্যন্ত অসুবিধায় পড়েছেন। যেসব এটিএম গুলি ‘কাজ’ করছে, সেগুলির সামনে হয়ে যাচ্ছে গ্রাহকদের বিশাল লম্বা লাইন।
করোনা সচেতনতায় সামাজিক দূরত্ব মানার কোন প্রশ্নই সেখানে নেই। ব্যাঙ্ক কতৃপক্ষ স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দিলেও বাস্তবে সেটা আদৌ হচ্ছেনা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584