প্রীতম সরকার, উত্তর দিনাজপুরঃ
ইসলামপুর শহরের মানুষের ঘুম কেড়ে নিয়েছেন ভিন রাজ্যের শ্রমিকরা। প্রায় প্রতিদিনই ধারাবাহিকভাবে ভিন রাজ্যের শ্রমিকরা ঢুকছে শহরে। তাদেরকে কোয়ারেন্টাইনে থাকার কথা বললেও আদৌ তারা তা মানছে না। ইসলামপুরে নেমে হাসপাতাল কিংবা স্বাস্থ্য কেন্দ্রে না গিয়ে সরাসরি বাড়িতে চলে যাচ্ছেন শ্রমিকরা। পুলিশ প্রশাসন কিংবা স্বাস্থ্য দফতরের কর্মীদের দেখলেই তারা পালিয়ে যাচ্ছেন।
এরপর তাদের সঙ্গে আর কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। আর এর জেরেই রীতিমতো আতঙ্ক শুরু হয়েছে এলাকাজুড়ে। আতঙ্ক দূর করতে প্রশাসন মাইকেও শহরে প্রচার শুরু করেছে। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমার হাজার হাজার শ্রমিক ভিন রাজ্য থেকে ফিরছেন। দেশ লকডাউন হলেও বিভিন্ন উপায় অবলম্বন করে তারা এলাকায় ফিরছেন।
আরও পড়ুনঃ ভিন রাজ্যে কাজে গিয়ে আটক সোনামুখীর যুবক
সব জেনেও তারা কেউ কেউ যেমন হাসপাতাল আসছেন না তেমনি কেউ কেউ কোয়ারেন্টাইন সিল লাগিয়ে বাড়িতে ঢুকেই আবার যত্রতত্র ঘুরে বেড়াচ্ছেন বলে অভিযোগ। তাদের ১৪ দিন ঘর বন্দী থাকার কথা থাকলেও বিষয়টি হালকা মনে করে তা উড়িয়ে দিচ্ছেন। যদিও জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে, তাদেরকে এখন থেকে সরকারিভাবে গড়ে ওঠা কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হচ্ছে। যদিও সেই সংখ্যা খুবই কম। ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার জানান সমস্ত এলাকা সিল করে দেওয়া হয়েছে। বাইরে থেকে আর কারও প্রবেশ করা সম্ভব নয়। যে সমস্ত শ্রমিক এসেছিল তারা কোয়ারেন্টাইনে রয়েছেন। শহরে আতঙ্ক দূর করতে মাইকে প্রচার শুরু হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584