ইসলামপুরে টেট উত্তীর্ণ চাকুরিপ্রার্থীদের অবস্থান বিক্ষোভ

0
60

পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

Islampur protest for positions of job
ধর্ণায় বসেছেন বিক্ষোভকারীরা নিজস্ব চিত্র

আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবসে উর্দুভাষায় প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবিতে বিক্ষোভ।ইসলামপুর মহকুমা শাসকের দপ্তরের সামনে এদিন অনির্দিষ্ট কালের জন্য ধর্নায় বসলো কয়েকশো চাকুরিপ্রার্থী।ধর্না তোলার জন্য আজ মহকুমা শাসক আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করে নানা অনুরোধ জানান।তবুও বৈঠক শেষে কোন সমাধান সূত্র না মেলায় ছাত্ররা আন্দোলন চালিয়ে যাবার সিদ্ধান্ত নিয়েছেন। জানা গেছে ইসলামপুর মহকুমা শাসক দপ্তরের সামনে অনির্দিষ্ট কালের জন্য অবস্থান বিক্ষোভ শুরু করেছে টেট পরীক্ষায় উত্তীর্ন উর্দূভাষাভাষী ছাত্র ছাত্রীরা।প্রশাসনের ১৪৪ ধারা জারি থাকা সত্বেও মহকুমা শাসক দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করায় প্রশাসন মেনে নিতে পারে নি।প্রশাসনের আধিকারিকরা পুলিশকে সঙ্গে নিয়ে তাদের উঠে যেতে অনুরোধ করেন।আন্দোলনকারি ছাত্র ছাত্রীরা প্রশাসনের এই আবেদনে সাড়া দেয়নি।

Islampur protest for positions of job
ঘটনাস্থলে পুলিশ নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ ২০১৪’র টেট উত্তীর্ণ চাকুরী প্রার্থীদের স্মারকলিপি প্রদান

২০১৪ সালে উর্দূভাষা টেট পরীক্ষায় উত্তর দিনাজপুর জেলায় ২১৫ জন ছাত্র ছাত্রী উত্তীর্ন হয়েছিল।তাদের মধ্যে ৭২ জনকে নিয়োগপত্র দেওয়া হলেও বাকিদের নিয়োগপত্র দেওয়া হয় নি।প্রাথমিক শিক্ষক নিয়োগে টেট পরীক্ষায় পাশ করেও তারা প্রাথমিক শিক্ষকে নিয়োগপত্র পাননি।তাই উচ্চ আদালতে দ্বারস্থ হয়েছিলেন।২০১৭ সালে তাদের প্রাথমিক শিক্ষকে নিয়োগপত্র দেবার কথা থাকলেও আজ পর্যন্ত টেট পাশ করা ছাত্র ছাত্রীরা নিয়োগপত্র হাতে না পাওয়ায় আজ ইসলামপুর মহকুমা শাসকের দপ্তরের সামনে ওই চাকুরিপ্রার্থীরা অবস্থান বিক্ষোভ শুরু করেছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here