সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ
প্রয়াত হলেন মুর্শিদাবাদের ইসলামপুর থানার সাব-ইন্সপেক্টর রামপ্রসাদ হালদার। বয়স হয়েছিল ৫৮ বছর। আজ সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইসলামপুর থানার কাছেই ভাড়া বাড়ি থেকে অসুস্থ অবস্থায় তাকে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং অক্সিজেন দেওয়া হয়। এরপর চিকিৎসক এসে দেখলে তাকে মৃত বলে ঘোষণা করেন।
গতকাল রাত্রে তিনি ইসলামপুর থানার চক গ্রামে জগদ্ধাত্রী পূজা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে রাত ১২ টা পর্যন্ত ডিউটি করেন। তারপর থানায় ফিরে যান, ডিউটি শেষ হলে নিজের ঘরে ফিরে যান তিনি। সকালবেলায় উনার কাজের মাসি বাড়িতে এসে দরজা বন্ধ দেখে বারবার ফোন করে কিন্তু কোনো সাড়া না মেলায় দরজা খোলার ব্যবস্থা করা হয়। দরজা খোলা হলে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। তৎক্ষণাৎ ইসলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার এই অকাল প্রয়াণে গোটা পুলিশ ডিপার্টমেন্ট সহ ইসলামপুরবাসি শোকে শোকাহত। অনেকেই তার মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন। খবর পেয়ে ছুটে আসেন ওনার বাড়ির লোকজন। ইসলামপুর হাসপাতাল থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় ইসলামপুর থানায়। শেষ যাত্রায় উপস্থিত ছিলেন ডোমকল সাব ডিভিশন পুলিশ অফিসার ফারুক মোহাম্মদ চৌধুরী এবং রানীনগর ১ নম্বর বিডিও মোহাম্মদ ইকবাল। সেখানে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং স্যালুট জানিয়ে ফুল ও মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
আরও পড়ুনঃ মামলার শুনানি চলাকালে জারি হবে না কোন পুরভোটের বিজ্ঞপ্তি, জানাল কমিশন
তারপর পুলিশ অফিসারের মরদেহ এসডিপিও ফারুক মোহাম্মদ চৌধুরী ও ইসলামপুর থানার সমস্ত আধিকারিকগণ কাঁধে তুলে নেন এবং শেষ বিদায়ের উদ্দেশ্যে স্বর্গরথ গাড়িতে তুলে দেন। জানা গেছে, মরদেহটি ময়না তদন্তের জন্য লালবাগ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584